রবিবার , ৩০ অক্টোবর ২০২২ | ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

অনুষ্ঠিত হল দেশের সবচেয়ে বড় গ্র্যান্ড লাইফস্টাইল এক্সপো “নিবেদিতা স্প্লেন্ডর -২০২২”

প্রতিবেদক
bdnewstimes
অক্টোবর ৩০, ২০২২ ৭:৪৪ অপরাহ্ণ

google_ad_client = "ca-pub-4770550234200900"; /* footer2 */ google_ad_slot = "footer2"; google_ad_width = 300; google_ad_height = 250;


অনুষ্ঠিত হয়ে গেল নারী উদ্যোক্তাদের কমিউনিটি ‘নিবেদিতা’ কর্তৃক আয়োজিত দেশের সবচাইতে বড় গ্র্যান্ড লাইফস্টাইল এক্সপো” নিবেদিতা স্প্লেন্ডর ২০২২”। বিশ্ব নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে দুই দিন ব্যাপী ২৮-২৯ অক্টোবর’২০২২ দেশের সবচেয়ে বড় এই গ্র্যান্ড লাইফস্টাইল এক্সপো অনুষ্ঠিত হয় রাজধানীর হোটেল রেডিসন ব্লু, ঢাকা ওয়াটার গার্ডেনে। এক্সপোটি সকাল ১০টা হতে শুরু হয়ে রাত ১১ টা পর্যন্ত চলেছে।

এই এক্সপোতে প্রায় ৭০ জনেরও বেশি নারী উদ্যোক্তা এবং বিভিন্ন অনলাইন, অফলাইন ব্র্যান্ড অংশগ্রহণ করেছেন। জনপ্রিয় সব সোশ্যাল ইনফ্লুয়েন্সার ও ভ্লগাররা এক্সপোতে উপস্থিত থেকে ব্র্যান্ড গুলোর প্রমোট করেন। এছাড়াও এক্সপোতে আগত দর্শনার্থীদের জন্য ছিলো বিভিন্ন কালচারাল আয়োজন। এক্সপোর প্রথম দিনে ছিল দেশের জনপ্রিয় নাচের দল ‘আলিফিয়া স্কোয়াড’ এর নৃত্য পরিবেশনা, পিয়া জান্নাতুল সহ জনপ্রিয় সব মডেলদের অংশগ্রহণে ফ্যাশন শো, জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান আমিন এন্ড আশিকের স্ট্যান্ড আপ কমেডি সহ নানা আয়োজন। দ্বিতীয় দিনে ছিলো জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খানের লাইভ মিউজিক শো, স্ট্যান্ড আপ কমেডি শো, জনপ্রিয় মডেলদের নিয়ে ফ্যাশন কিউ, র‍্যাফেল ড্র সহ বিশেষ সব আকর্ষনের মাধ্যমে শেষ হয় দুইদিনের এই আয়োজন।

এই এক্সপো দিনব্যাপী সকলের জন্য উন্মুক্ত ছিলো। এক্সপোতে কেনাকাটায় ছিলো র‍্যাফেল ড্র; যেখানে বিজয়ীদের জন্য ছিল ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে আকর্ষণীয় ডায়মন্ডের জুয়েলারী, ডিজাইনার ড্রেস, ভ্যানিটি ফার্নিচার সহ আকর্ষণীয় সব উপহার।

দুই দিনব্যাপী এই এক্সপো তে প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জাকিয়া মনি এমপি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন দিলীপ কুমার আগার‌ওয়াল, জনাব সেলিনা চৌধুরী, বিকর্ণ কুমার ঘোষ সহ আরও অনেকে।

দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে ছিলেন ড. সেলিম মাহমুদ; তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ ও মীর ন‌ওবত আলি, সিএম‌ও, বিকাশ সহ আরও অনেকে।

এই এক্সপোতে টাইটেল পার্টনার হিসেবে থাকছে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড, পাওয়ারড বাই হিসেবে আছে ফ্যাশন ব্র্যান্ড ফেস্টিভাইব, কো পাওয়ার্ড বাই বিকাশ লিমিটেড ও অরেঞ্জ ক্যাফে, এসোসিয়েট পার্টনার হিসেবে আছে বাংলাদেশ হাই-টেক পার্ক লিমিটেড এবং এস্তে মেডিকেল বাংলাদেশ।  মুভিং পার্টনার হিসেবে পাঠাও, নিউট্রেশন পার্টনার আরলা ডানো, রিভিউ পার্টনার হিসেবে রিভিউ বাডিস, মেক‌ওভার পার্টনার হিসেবে ল্যাভিস বুটিক সেলুন,ফটোগ্রাফি পার্টনার হিসেবে ড্রিমস ওয়েভার। গিফট পার্টনার হিসেবে ছিলো গুলো এন্ড লাভলী, ভ্যাসলিন, পিউরিটি দ্যা হিজাব স্টোর, রেডকেক,ফার্মাসি বাংলাদেশ।

বাংলাদেশ হাই টেক পার্ক অথরিটির ব্যাবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ বলেন, বাংলাদেশ হাই টেক পার্ক অথরিটির ম্যানেজিং ডিরেক্টর বিকর্ণ কুমার ঘোষ বলেন, “নারীদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সবরকম সাপোর্ট দিয়ে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। নারীদের উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য সরকার হার পাওয়ারসহ বিভিন্ন প্রকল্প গ্রহন করেছে৷ আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশে গড়ে তুলতে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে নারীরা। নিবেদিতার এই এক্সপো নিবেদিতা স্প্লেন্ডর ২০২২ নারীদের এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে। বাংলাদেশ হাই টেক পার্ক অথরিটি সবসময়ই এ ধরনের উদ্যোগের পাশে থাকবে। আমরা এই উদ্যোগের সার্বিক সফলতা কামনা করছি।”

নিবেদিতার প্রতিষ্ঠাতা ও সিইও আনিকা ইসলাম বলেন, “নিবেদিতা এই এক্সপো আয়োজন করতে পেরে গর্বিত, আনন্দিত। এই এক্সপো নারী উদ্যোক্তাদের জন্য একটি বড় সুযোগ সৃষ্টি করে দিয়েছে মানুষের মধ্যে তাদের পণ্যগুলো সম্পর্কে ইতিবাচক ধারনা তৈরি করতে। আগামী বিশ্ব নারী উদ্যোক্তা দিবসে আমাদের প্রত্যাশা থাকবে প্রত্যেক নারী উদ্যোক্তা তাঁদের ব্যাবসা কে প্রতিষ্ঠা করার মাধ্যমে নিজেদের আত্ম‌উন্নয়নের পাশাপাশি সমাজে অবদান রাখতে পারবেন।”



Source link

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত