(জান্নাত ফাতেমা রুমকি)
অমর একুশে ফেব্রুয়ারি
শোকের দিন,বেদনার দিন
শহিদদের স্মরণে গাঁথা
অশ্রুসিক্ত একটি দিন।
তোমরা দিয়েছ জীবন
বাংলা ভাষার তরে
সালাম জানাই তোমাদের
গভীর শ্রদ্ধাঞ্জলি তোমাদের তরে।
শহিদদের রক্তের বিনিময়ে
আমরা পেয়েছি মাতৃভাষা
বাংলা ভাষায় গাই গান
কত স্বপ্ন মোদের, কত আশা।
তোমাদের এই আত্মত্যাগ
কভু ভোলা নাহি যাবে
লাক্ষ বাঙালীর মনে
তোমরা রইবে নিরবে।
অমর একুশে ফেব্রুয়ারি
জাতির ইতিহাস ও অহংকার
স্মৃতির আবেক মাখা
আবহমান বাংলার রূপকার।