নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার, (০৭ ফেব্রুয়ারি) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইয়াকিন পলিমার লিমিটেড এবং দর হ্রাসের শীর্ষে এসেছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস্ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।
ইয়াকিন পলিমার লিমিটেডের আজকের শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে ৯.৯৫ শতাংশ। কোম্পানিটির গত কালের ক্লোজিং প্রাইস ছিলো ২১.১০ টাকা। আজকের ওপেনিং প্রাইস ২১.১০ টাকা। এবং ক্লোজিং প্রাইস ২৩.২০ টাকা। কোম্পানিটির আজকে শেয়ার লেনদেন করে সর্বনিম্ন ২১.২০ টাকা থেকে সর্বোচ্চ ২৩.২০ টাকায়। আজকে কোম্পানিটি ১৬১৩ বারে ৪৭ লাখ ২৩ হাজার ৬৭৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৬৯ লাখ ৯০ হাজার টাকা। গত ১ বছরে কোম্পানিটির শেয়ার দর ওঠানামা করে সর্বনিম্ন ৮.৪০ টাকা থেকে সর্বোচ্চ ২৩.২০ টাকায়। কোম্পানিটি গত ৫ বছরে লভ্যাংশ প্রদান করেছে ২০২০ সালে ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, ২০১৯ সালে ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড, ২০১৮ সালে ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড, ২০১৭ সালে ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড, এবং ২০১৬ সালে ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড । কোম্পানিটি ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকা ভুক্ত হয়ে বর্তমানে বি ক্যাটাগরিতে অবস্থান করছে ।
তালিকায় থাকা অন্য কোম্পানি গুলোর মধ্যে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৯.৮০ শতাংশ, বিডি থাই ফুড এন্ড বেভারেজ লিমিটেড ৯.৭৭ শতাংশ, তাকাফুল ইসলামি ইন্স্যুরেন্স লিমিটেড ৯.২০ শতাংশ, সামিট এ্যালিয়েন্স পোর্ট লিমিটেড ৬.৭৯ শতাংশ, ন্যাশনাল টিউবস্ লিমিটেড ৫.৬৪ শতাংশ, বেঙ্গল উইন্ডোর থার্মোপ্লাস্টিক লিমিটেড ৫.৩২ শতাংশ, পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৪.৮৯ শতাংশ, অলিম্পিক এক্সেসোরিজ লিমিটেড ৪.৪৪ শতাংশ এবং এক্সপ্রেস ইন্সুরেন্স লি: ৪.১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অপরদিকে পতনের শীর্ষে অবস্থান করা বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস্ লিমিটেডের আজকের শেয়ার দর কমেছে ৬.১৯ শতাংশ। কোম্পানিটির গতকালের ক্লোজিং প্রাইস ছিলো ২৯.১০ টাকা। আজকে কোম্পানিটির ওপেনিং প্রাইস ২৯.১০ টাকা এবং ক্লোজিং প্রাইস ২৭.৩০ টাকা। আজকের শেয়ার লেনদেন হয় সর্বনিম্ন ২৭ টাকা থেকে সর্বোচ্চ ২৯.৭০ টাকায়। এসময় কোম্পানিটি ৫ হাজার ৩৩৩ বারে ১ কোটি ১১ লাখ ৫৮ হাজার ৭৮০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩১ কোটি ৬৩ লাখ ৭০ হাজার টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করে সর্বনিম্ন ১৪.৩০ টাকা থেকে সর্বোচ্চ ৩১.৭০ টাকায়। কোম্পানিটি গত ৫ বছরে লভ্যাংশ প্রদান করেছে ২০২১ সালে ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, ২০২০ সালে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড, ২০১৯ সালে ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড, ২০১৮ সালে ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড এবং ২০১৭ সালে ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড। কোম্পানিটি ১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকা ভুক্ত হয়ে বর্তমানে বি ক্যাটাগরিতে অবস্থান করছে ।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানি গুলোর মধ্যে বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস লিমিটেড ৫.৭৩ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড ৫.১৫ সোনারগাঁ টেক্সটাইল লিমিটেড ৪.৮৫ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৪.৭২ শতাংশ, অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৪.৫৯ শতাংশ, পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেড ৪.৪৪ শতাংশ, ইউনিয়ন ব্যাংক লিমিটেড ৪.৩৫ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক ৪.২ শতাংশ, এবং ডেফোডিল কম্পিউটারস লিমিটেড ১.৪৯ শতাংশ হ্রাস পেয়েছে।