দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও চট্টগ্রাম-১৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে পূণরায় নির্বাচিত করার লক্ষ্যে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মন্নান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস.এম আলমগীর চৌধুরী, ভিপি জাফর উদ্দিন, হরিপদ চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক নোয়াব আলী, সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, ছগির আজাদ, আব্দুল মালেক, ইউপি চেয়ারম্যানদের মধ্যে এম.এ কাইয়ুম শাহ, আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, মাষ্টার মোহাম্মদ ইদ্রিচ, আমিন শরীফ, অসীম কুমার দেব, হাসনাইন জলিল শাকিল, আজিজুল হক বাবুল, ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সচিব এড.মরান হোসেন বাবু, উপজেলা যুবলীগের আহবায়ক শওকত ওসমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে জয়যুক্ত করার লক্ষ্যে সবাইকে ঐক্য হয়ে কাজ করতে হবে। নিশ্চয় আমরা জয় হবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৪ বছর দেশের মানুষের মঙ্গলের জন্য কাজ করেছেন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে আবারো বিজয় করে দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।