আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারায় ১৪ লক্ষ্য টাকা ব্যয়ে তিনটি গ্রামীণ সড়ক উন্নয়নের কাজ উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য এস.এম আলমগীর চৌধুরী। বৃহস্পতিবার(২ নভেম্বর) দুপুরে জেলা পরিষদের অর্থায়নে উপজেলার বারখাইন ইউনিয়নের দক্ষিণ তৈলারদ্বীপ এলাকায় আবদুল মজিদ সড়ক, মো.আলী শাহ সড়ক ও বেড়িবাঁধ সড়কের কাজের উদ্বোধন করা হয়।
এসময় উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জয়নাল আবেদিন হেলাল, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, কন্ট্রাক্টর মোহাম্মদ ইদ্রিস সহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে এসএম আলমগীর চৌধুরী বলেন, বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের কারনে আনোয়ারার যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনতে হবে। না হয় টানেলের সুফল পাওয়া যাবে না। তাই মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির প্রচেষ্ঠায় আমরা উপজেলার প্রধান সড়ক ছাড়াও প্রতিটি গ্রামীণ সড়ক পাকা করণের কাজ শেষের দিকে। আগামীতে আওয়ামীলীগ ক্ষমতায় আসলে এই উপজেলা শহরে পরিণত করা হবে।