মঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর ২০২৩ | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ক্যারিয়ার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তরুণ উদ্যোক্তা
  8. ধর্ম
  9. নারী ও শিশু
  10. প্রবাস সংবাদ
  11. প্রযুক্তি
  12. প্রেস বিজ্ঞপ্তি
  13. বহি বিশ্ব
  14. বাংলাদেশ
  15. বিনোদন

আনোয়ারায় ডায়াগনষ্টিক সেন্টারে ও ক্লিনিকে অভিযান

প্রতিবেদক
bdnewstimes
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ১১:১২ অপরাহ্ণ

আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি

সারা দেশের ন্যায় চট্টগ্রামের আনোয়ারায় তিনটি ডায়াগনষ্টিক সেন্টার, ল্যাব ও ক্লিনিকে অভিযান পরিচালনা করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মামুনুর রশিদ।

মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে অভিযানের প্রথম দিন আনোয়ারা মা ও শিশু জেনারেল হাসপাতাল, আনোয়ারা হলি হেল্থ এন্ড ডায়াগনষ্টি সেন্টার ও চাতরী চৌমহনীতে শাহ মোহছেন আউলিয়া ডায়াগনষ্টিক সেন্টারে এ অভিযান চালানো হয়।

এ সময় কার্ডিওগ্রাফার কামরুল হাসান চৌধুরী, ল্যাব মেডিসিন বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট প্রদীপ দাশসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মামুনুর রশিদ বলেন, সারা দেশে নিবন্ধনহীন অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়য়াগনষ্টিক সেন্টারের বিরুদ্ধে স্বাস্থ্র অধিদপ্তরের নির্দেশ অভিযান চলছে। এরই ধারা বাহিকতায় আনোয়ারায় তিনটি ক্লিনিক ও ডায়য়াগনষ্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এসময় তারা যথাযত কাগজ পত্র দেখাতে ব্যার্থ হয়েছে। তাদের আগামী কালের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসতে সময় দেওয়া হয়েছে। দেখাতে ব্যার্থ হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - খেলাধুলা