মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :

আনোয়ারায় দিনদুপুরে প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭ সময় দেখুন
আনোয়ারায় দিনদুপুরে প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারায় এক প্রবাসীর বাড়িতে নির্মাণাধীন ভবনের কাজে বাঁধা ও হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার বারখাইন ইউনিয়নের সৈয়দ কুচাইয়া এলাকার প্রবাসী মোহাম্মদ নুর হোসেনের বাড়িতে ঘটে।

এঘটনায় সোমবার বিকালে একই এলাকার মো. হেলাল (৩৫), মামুনুর রশিদ (৩৮), হারুন আর রশিদ (৪৫), আরমান (২২), বদরুজ্জামান (৫০), রফিক আহমদ (৫৫) ও লায়লা বেগম (৩৮) কে অভিযুক্ত করে আনোয়ারা থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছে বাদী প্রবাসী মোহাম্মদ নুর হোসেন।

অভিযোগ সূত্র ও বাদী প্রবাসী মোহাম্মদ নুর হোসেন জানান, তার পৈত্রিক জমি ও ক্রয়কৃত জমিতে বাড়ি নির্মাণ কাজে দীর্ঘদিন ধরে জমি পাবে বলে বাঁধা সৃষ্টি করছেন অভিযুক্তরা। এসব নিয়ে আদালত থেকে শুরু করে ভূমি অফিস পর্যন্ত মামলা করেছে। কিন্তু সবকিছুতে আমরা রায় পেয়েছি। এরপর শুরু হয় তাদের ১০ লাখ টাকা চাঁদাদাবী। টাকা না দিলে নাকি কাজ করতে দিবে না। সোমবার শ্রমিকরা ভবন নির্মাণের কাজ করলে অভিযুক্তরা দলবলসহ রাম-দা নিয়ে হামলা ও ভাঙচুর চালায় সীমানা প্রাচীরে। এঘটনায় আমরা থানায় একটি অভিযোগ করেছি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান বলেন, প্রবাসীর বাড়িতে হামলার ঘটনায় কেউ এখনও পর্যন্ত কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর