ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, বর্তমান শেখ হাসিনার সরকার দেশ পরিচালনার দ্বায়িত্বে আছেন বলেই সারা দেশসহ আনোয়ারায় এখন উন্নয়নের ছোঁয়া দৃশ্যমান। যারা দীর্ঘদিন ধরে বিদেশে রয়েছে, দেশে আসলে নিজ এলাকায় চিনতে পারবে না প্রবাসীরা। আওয়ামীলীগ সরকারের উন্নয়নে পাল্টে গেছে আনোয়ারা-কর্ণফুলীর চিত্র।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার চাতরী ইউনিয়নে শিকলবাহা খালের মহতারপাড়া এলাকায় নির্মিত বেড়ীবাঁধ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আনোয়ারা বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি নির্মিত হচ্ছে শিল্পকারখানা। এতে বেকারত্ব দূর হয়ে কর্মসংস্থান হবে। দলীয় নেতাকর্মীদের দেশের উন্নয়নে কাজ করার নির্দেশ দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক ইমন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মন্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, ভূমিমন্ত্রী একান্ত সচিব রিদুওয়ানুল করিম চৌধুরী সায়েম, আনোয়ারা থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান, চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, চাতরী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুচ্ছাফা প্রমুখ।
বেড়ীবাঁধ পরিদর্শন শেষে চাতরী ইউনিয়নের পেস্কার হাট জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।