আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
টানা বর্ষণ, জোয়ারের পানি ও পাহাড়ি ঢলের পানিতে চট্টগ্রামের আনোয়ারার ৫ ইউনিয়নের ২৫ গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের সড়ক ও বসতবাড়ী হাঁটু পানিতে তলিয়ে গেছে। এছাড়াও আনোয়ারার উপকূলীয় এলাকায় নিম্নাঞ্চল হওয়ায় জোয়ারের পানি আর বৃষ্টির পানি নামতে না পেরে গ্রামগুলোতে জলমগ্ন হয়েছে।
প্লাবিত গ্রাম গুলো হচ্ছে – রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রাম, গহিরা গ্রাম, জুঁইদন্ডী ইউনিয়নের পূর্ব ও মধ্যম জুঁইদন্ডী গ্রাম, চাতরী ইউনিয়নের ডুমুরিয়া, রুদুরা, কেয়াগড়, সিংহরা, বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ, পূর্ব বারখাইন গ্রাম, পরৈকোড়া ইউনিয়নের তাতুয়া, শিলালিয়া, তিশরী, মাহাতা, পাটনীকোটা, দেওতলা, ভিংরোল, পূর্ব কন্যারা, পাথুয়া পাড়া এবং হাইলধর ইউনিয়নের ইছাখালী, তেকুড়া, কিশরী, মালঘর গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
এদিকে জলাবদ্ধতার ফলে কৃষকের আমনের বীজ তলা সহ বিভিন্ন ধরনের ফসলের মাঠ পানিতে ডুবে আছে। অনেক জায়গায় ভেসে গেছে পুকুর, মাছের ঘেরসহ বিভিন্ন জলাশয়ের মাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামের দোকানপাট, কাঁচা ঘরবাড়ি, রাস্তাঘাট, গবাদি পশুর খাবার, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান।
আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইশতিয়াক ইমন বলেন, জেলা প্রশাসন থেকে পাওয়া ১৫ টন চাল, শুকনো খাবার, স্যালাইন ও ওষুধসামগ্রী উপজেলার ১১ ইউনিয়নে বিতরণ করেছি। স্থানীয় জনপ্রতিনিধিদের বলেছি মানুষের খোঁজ-খবর রাখতে। দুর্গত এলাকাগলোতে পরিদর্শন করে আরও বরাদ্দ দেওয়া হবে।