পবিত্র মাহে রমজানে আনোয়ারার প্রাণকেন্দ্র চাতরী চৌমুহনী বাজারের বিকেল থেকে রাত পর্যন্ত যানজটের ভোগান্তি দূর করতে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন।
মঙ্গলবার সন্ধ্যায় চাতরী ইউনিয়ন পরিষদের আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাতরীর চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল। সভায় ছাত্রলীগ নেতা মোহাম্মদ এরফান আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন আনোয়ারা ট্রাফিক পুলিশের ইনচার্জ মো. হাফিজুল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও চাতরী চৌমুহনী বাজারের ইজারাদার শওকত ওসমান, আনোয়ারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ন কবির শাহ সুমন, আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম, আনোয়ারা থানার সহকারী পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফারুক, রেজাউল করিম।
এছাড়াও সভায় চাতরী চৌমুহনী কাঁচাবাজার সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।