আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বদলপুরা গ্রাম থেকে র্যাব-১৫ এর অভিযানে ৯৩ হাজার ৪০০ পিস ইয়াবা সহ আব্দুর রহিম (৩০) নামে শীর্ষ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) রাত ৯ টার সময় আব্দুর রহিমের স্বীকারোক্তি মতে তার হেফাজতে বসতঘর থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯৩ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক আব্দুর রহিম কর্ণফুলী থানাধীন বদলপুরা গ্রামে মোহাম্মদ ইলিয়াসের ছেলে।
র্যাব জানায়, কর্ণফুলী থানাধীন বৈরাগ এলাকার একটি বাসায় ইয়াবা মজুদের তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযুক্ত আব্দুর রহিমের খাটের নিচে প্লাস্টিকের বস্তায় লুকানো ৯৩ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতার মাদক বিক্রেতা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান জব্দকৃত ইয়াবা সহ আটক মাদক কারবারিকে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে।