চট্টগ্রামের আনোয়ারায় এক এসএসসি পরীক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ। বাল্য বিয়ের ঘটনায় কনের মাতাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (৯ জুন) উপজেলা সদর ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৬ বছর বয়সি এক এসএসসি পরীক্ষার্থীর সঙ্গে একই উপজেলার এক তরুণের বিয়ে ঠিক হয়েছিল। বর-কনের উভয় পক্ষের সম্মতিতে রবিবার দুপুরে বিবাহ সম্পন্ন করার দিন ধার্য করা হয়। সে অনুয়াযী কনে পক্ষ বিয়ের আয়োজন করেন। খবর পেয়ে বিকেলে উপজেলা প্রশাসন ওই কমিউনিটি সেন্টারে হাজির হয়ে বিয়েটি বন্ধ করে দেন। তবে ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে বর ও কনে পালিয়ে যায়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ সমকালকে জানান, একটি কমিউনিটি সেন্টারে এসএসসি পরীক্ষার্থীর বাল্য বিবাহের খবর পেয়ে গিয়ে বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনের উপস্থিতির খবর পেয়ে বর-কনে পালিয়ে যায়।এসময় বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ অনুয়ায়ী কনের মাতাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
তিনি আরো বলেন, বাল্যবিবাহ দেশ ও জাতির জন্য অভিশাপ। সুতরাং বাল্যবিবাহ নিরোধকল্পে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।