মঙ্গলবার , ২২ আগস্ট ২০২৩ | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ক্যারিয়ার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তরুণ উদ্যোক্তা
  8. ধর্ম
  9. নারী ও শিশু
  10. প্রবাস সংবাদ
  11. প্রযুক্তি
  12. প্রেস বিজ্ঞপ্তি
  13. বহি বিশ্ব
  14. বাংলাদেশ
  15. বিনোদন

‘আমাদের জলসীমা কাউকে ছিনিয়ে নিতে দেব না’

প্রতিবেদক
bdnewstimes
আগস্ট ২২, ২০২৩ ১০:৩৭ পূর্বাহ্ণ


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বলেছেন, ‘একটি বিদেশি রাষ্ট্র বাংলাদেশের জলসীমা নিয়ন্ত্রণে নেয়ার জন্য একটি গণতান্ত্রিক সরকারের ওপর অব্যাহত চাপ সৃষ্টি করে চলেছে। আমরা প্রয়োজনে একাত্তরের মতো জীবন দেব, তবু আমাদের জলসীমা কাউকে ছিনিয়ে নিতে দেব না।’

সোমবার (২১ আগস্ট) সন্ধ্যায় নগরীর দোস্ত বিল্ডিংয়ে ওয়াকার্স পার্টির কার্যালয়ে ১৪ দলের এক সভায় সুজন এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে খোরশেদ আলম সুজন বলেন, ‘একটি রাষ্ট্রের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় নির্বাচনের কোনো বিকল্প নেই। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, নির্বাচন কমিশন যখন দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তখনই নির্বাচন কমিশনকে বিতর্কিত করা অপচেষ্টা চলছে। সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন আয়োজনের জন্য মাঠ গরম করার চেষ্টা করছে বিএনপি-জামায়তসহ স্বাধীনতা বিরোধী রাজনৈতিক গোষ্ঠী।’

‘প্রধানমন্ত্রী বারবার বলেছেন, আপনারা নির্বাচনে আসুন। নির্বাচনই হচ্ছে ক্ষমতা পরিবর্তনের একমাত্র পথ। কিন্তু তারা সেটা না করে যেনতেনভাবে ক্ষমতায় যেতে চায়। কারণ তাদের আন্দোলনে কোনো জনভিত্তি নেই। একের পর এক ধ্বংসাত্মক কর্মসূচি দিয়ে দেশের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করতে চায় তারা।’

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে সুজন বলেন, ‘একটি বিদেশি রাষ্ট্র দেশের রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপের চেষ্টা করছে। তারা বাংলাদেশে একটি পুতুল সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের রাজনীতির ওপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। ১৯৭১ সালেও দেশটি পাকিস্তানের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছিল। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের পক্ষে শক্ত অবস্থান নিয়ে তাদের রুখে দিয়েছিল।’

বাংলাদেশের জলসীমা নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘বাংলাদেশ এখন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। ১৯৭১ সালে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এ দেশ কারো রক্তচক্ষুকে ভয় করে না। প্রয়োজনে একাত্তরের মতো জীবন দেব, তারপরও এদেশের আকাশ, এদেশের জলসীমা কাউকে ছিনিয়ে নিতে দেব না।’

জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শরীফ চৌহানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জসিমুদ্দিন বাবুল, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ হাসনী, জেলা ওয়াকার্স পার্টির সভাপতি আবু হানিফ, ন্যাপের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য গাজী আলমগীর, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন, গণআজাদী লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নজরুল ইসলাম আশরাফী, ন্যাপ কেন্দ্রীয় কমিটির সদস্য মিটুল দাশগুপ্ত, ন্যাপ মহানগর কমিটির সভাপতি বাপন দাশগুপ্ত ও সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ মজুমদার, তরিকত ফেডারেশনের মহানগর আহবায়ক কাজী আহসানুল মোর্শেদ কাদেরী, গণআজাদী লীগের মহানগর সাধারণ সম্পাদক খোরশেদ আলম এবং জেলা ওয়াকার্স পার্টির সদস্য মনসুর মাসুদ।

সারাবাংলা/আরডি/এনইউ





Source link

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত
1622794881 shutterstock 1068554087

Know the Auspicious Days and Time for House Warming Ceremony in June 2021

vodka1

As Russia invades Ukraine vodka pays the price in whole world know how||বোতল বোতল মদ ফেলা হচ্ছে নর্দমায়! ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে বিপাকে ভদকা! – News18 Bangla

received 538994267533949

মেহেরপুরে মুহুরী ও কিন্টারগার্ডেন শিক্ষকদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্যসামগ্রী উপহার বিতরণ।

wm Mahmudur Manna

কোনো পথেই সরকার পালানোর সুযোগ পাবে না: মান্না

infinix

২০০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ ৫জি ফোন মাত্র দশ হাজার টাকায়!

wm ad3

প্রকাশ হলো যুবলীগের চিঠি সংকলন গ্রন্থ ‘প্রিয় বঙ্গবন্ধু’

wm Du vc banner

‘অসাম্প্রদায়িকতা কেবল মুখে নয়, অন্তরে ধারণ করতে হবে’

bashdajd

Navya Naveli Nanda Posts Glimpses of Celebration At Pandal; Abhishek Bachchan Reacts

en

যে জিনিসের জন্য বুলেট-এর এত নামডাক, সেটাই বাদ দিয়ে দিচ্ছে Royal Enfield!

holted

বিক্রেতা সংকটে ৮ কোম্পানি হল্টেড – Corporate Sangbad