বিভিন্ন জেলায় বাড়ছে এই রোগের প্রকোপ। গোরখপুরে বর্তমানে এক অদ্ভুত রোগের শিকার হচ্ছেন যুবকরা। আগে সাধারণত এই রোগটি বয়স্কদের মধ্যেই বেশি দেখা যেত। বয়স্কদের মধ্যে এই রোগের উপসর্গ পাওয়া গেলেও গত কয়েক মাস ধরে লক্ষ্য করা যাচ্ছে যে বেশিরভাগ যুবকই এই রোগে আক্রান্ত। অনেক তরুণরাও এই সমস্যার সমাধান পেতে সাইকোলজিস্টের দ্বারস্থ হচ্ছেন। বর্তমানে গোরখপুরে মাত্র ২০ থেকে ৪০ বছর বয়সী যুবকদের মধ্যে আলজ্যাইমার্সের সমস্যা সামনে আসছে। এই সমস্যা সমাধানের পদ্ধতি বাতলে দিচ্ছেন মনোবিজ্ঞানীরা।
আরও পড়ুন: অগস্টে ৪ রাশির ভাগ্যোদয়, আর বাকিরা? জেনে নিন কী ঘটতে পারে চলতি মাসে!
আলজ্যাইমার্স কী?
এটি আসলে এক ধরনের ব্রেণ ডিজঅর্ডার যা ব্যক্তির স্মৃতিশক্তি, চিন্তাভবনা করার ক্ষমতা কমিয়ে দেয়। আলজ্যাইমার্স রোগে আক্রান্ত ব্যক্তিরা সামান্য কাজও সঠিক ভাবে করতে পারেন না। সাধারণত বয়সজনিত কারণেই এই রোগ বেশি দেখা যায়। ফলে ৬০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে এই রোগ বেশি দেখা যায়। তবে অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে যুবকরাও এখন এই রোগের শিকার হচ্ছেন।
মনোবিজ্ঞানীদের মতামত
আলজ্যাইমার্স রোগ সম্পর্কে বলতে গিয়ে মনোবিজ্ঞানী ডা. আকৃতি পাণ্ডে বলেছেন যে, আজকাল অনেকেই বিশেষ করে তরুণরা এই রোগের শিকার হচ্ছেন। অনেকক্ষেত্রেই যুবকরা সঠিক সময়ে ও সঠিক ভাবে নিজেদের খাবার এবং পানীয় গ্রহণ করেন না। যে কারণে শরীরে কেমোটক্সিনের পরিমাণ বৃদ্ধি পায়। এটি দীর্ঘ সময়ের জন্য শরীরে উপস্থিত থাকলে তা থেকে পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি সম্ভাবনা রয়েছে। এছাড়াও যুবকদের মধ্যে অতিরিক্ত মানসিক চাপ, সময়মতো বা পর্যাপ্ত পরিমাণে ঘুম না হওয়া, নিজের যত্ন না নেওয়া এসবই এই রোগের প্রধান কারণ। আগে সাধারণত ৬০ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে এই ধরনের রোগ দেখা যেত। বয়সজনিত কারণে হজম শক্তি কমে যাওয়া, সময় মতো ও পর্যাপ্ত পরিমাণে ঘুম না হওয়ায় এটি বয়সজনিত রোগ হিসেবেই বিবেচিত হত। তবে এখন যুবক এবং মধ্যবয়সীদের মধ্যেও এই ধরনের রোগ দেখা যাচ্ছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Health