আব্দুর রহিম, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া আশ্রায়ন প্রকল্প এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ প্রকল্পের উদ্বোধন করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্ববধানে এবং ৫৫ পদাতিক ডিভিশনের বাস্তবায়নে নব নির্মিত নাকতাড়া আশ্রায়ন প্রকল্পের উদ্বোধন করেন, লেঃ কর্ণেল নাজমুন্নাহার পিএসসি। যশোর সেনা নিবাসের ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর সার্বিক দায়িত্বে নির্মিত আশ্রায়ন প্রকল্পের উদ্বোধন, হস্তান্তর অনুষ্ঠানে মাস্টার ওয়ারেন্ট অফিসার মোঃ আব্দুল খালেক, ওয়ারেন্ট অফিসার মোঃ ফয়জার রহমান, কর্পোরাল মনিরুজ্জামান, সার্জেন্ট আব্দুল মাজেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপু প্রমুখ উপস্থিত ছিলেন।