কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় ‘প্রোমোটিং পিস অ্যান্ড জাষ্টিস-কক্সবাজার’ প্রকল্পের আওতায় স্কুলছাত্রীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ইপসা’র আয়োজনে ১৯ই অক্টোবর সকাল ১০ টায় আবুল কাসেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইপসা’র কর্মকর্তা জয়নাল আবেদীন।
বিতর্কের বিষয় নির্ধারিত করা হয় ‘বিকল্প বিরোধ নিস্পত্তি পারে জনগনকে আইন সহায়তার সুফল দিতে’। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।