আন্তর্জাতিক ডেস্ক
ইসরাইল সফর করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। শুক্রবার (৩ নভেম্বর) তিনি ইসরাইলের প্রধানমন্ত্রীর বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলা হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন তেল আবিবের কিরিয়াতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে ব্যক্তিগত বৈঠক করছেন।
অ্যান্টনি ব্লিনকেন ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গেও বৈঠক করবেন বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের ভয়াবহ হামলার পর এটি ইসরাইলের ব্লিনকেনের তৃতীয় সফর। বৈশ্বিক চাপ সত্ত্বেও ফিলিস্তিন-ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির কোনো প্রস্তাব দেওয়া হবে না বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে গাজায় মানবিক সহায়তা পাঠাতে ইসরাইলকে লড়াইয়ে সাময়িক বিরতি দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সাময়িক বিরতির জন্য ইসরাইলকে রাজি করাতে এই সফর করছেন ব্লিনকেন।
সারাবাংলা/আইই