আই ফ্লু-র ক্ষেত্রে সতর্কতা: বিশেষজ্ঞরা বলছেন যে, মারণ করোনাভাইরাস সংক্রমণের ছড়িয়ে পড়া ঠেকাতে আমরা যেভাবে সতর্কতা অবলম্বন করেছি, ঠিক সেই ভাবেই চোখের ফ্লু-র ক্ষেত্রেও সতর্ক থাকা আবশ্যক। এতে সংক্রমণের ঝুঁকি অনেকটাই হ্রাস করা সম্ভব। এমনকী স্বাস্থ্য দফতরও আই ফ্লু প্রতিরোধে নানা নির্দেশিকা জারি করেছে।