সংস্থার আশা, এই সাইকেলে বিক্রির বিষয়ে সারা দেশেই ডিলারশিপ নেওয়ার জন্য অনেকে এগিয়ে আসবেন। ইতিমধ্যে চেন্নাই, হরিয়ানা, বিজয়পুরা, আহমেদাবাদ, বল্লভগড়ে কাজ শুরু হয়েছে।
বিশেষজ্ঞদের মতে এটির দাম তেমন বেশি হবে না। একাধিক আগের মডেলের দাম বিচার করে বলা চলে, এটির দাম হতে পারে ৪০ থেকে ৫০ হাজার টাকা মধ্যে বা তার থেকে সামান্য কম