নিজস্ব প্রতিবেদক : এস. এস. ষ্টীল লিমিটেড-এর ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্ম-এ অনুষ্ঠিত হয়েছে। এস. এস. ষ্টীলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শুক্রবার (৩১ ডিসেম্বর ২০২১) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাদাদ রহমান। উক্ত সভায় স্বতন্ত্র পরিচালক সাদাদ রহমান, সৈয়দ রেজারাজ আহমেদ ও মোঃ আবু জাফর, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম হলোলী, প্রধান আর্থিক কর্মকর্তা বি. এম. কাশফেুজ্জামান, কোম্পানি সচিব মোঃ মোস্তাফিজুর রহমানসহ বিপুল সংখ্যক সম্মানিত শেয়ারহোল্ডার অনলাইনে উপস্থিত ছিলেন।
সভার কার্যক্রম পরিচালনা করেন কোম্পানি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান। সভায় উপস্থিত শেয়ারহোল্ডারগণ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থ বছরে সকল শেয়ারহোল্ডারদের জন্য ২% নগদ লভ্যাংশ (উদ্যোক্তা শেয়ার হোল্ডার ও পরিচালকগণ ব্যতীত) ৮% স্টক লভ্যাংশ সকল শেয়ার হোল্ডারগণ এবং অন্যান্য এজেন্ডাগুলো সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন। এ ছাড়াও সকল এজন্ডো গুলো অনুমোদন হয়।