স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: পহেলা বৈশাখ নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্য দূরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
নববর্ষ উপলক্ষ্যে রোববার (১৪ এপ্রিল) বিকেলে নয়াপল্টনে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) বর্ষবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
‘বিএনপি বাঙালি সংস্কৃতিকে সহ্য করতে পারে না’—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়ায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, ‘ওবায়দুল কাদের তলে তলে প্রভুদের খুশি করতে চাইছেন। তার বক্তব্য উদ্দেশ্যমুলক। মূলত, সরকার সংস্কৃতি পরিবর্তনের চেষ্টা করছে।’
ওবায়দুল কাদেরের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি কোন সংস্কৃতিতে বিশ্বাস করেন? বিএনপি গরিব-দুঃখীদের নিয়ে এক হাজার ইফতার পার্টি করেছে। আর আপনারা ভারত থেকে নায়ক-নায়িকা নিয়ে এসে পার্টি করেন। ওখানে টাকা খরচ হয় না?’
রিজভী বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ভাষা, সংস্কৃতি, স্বাধীনতার নিরাপত্তা থাকে না। তারা সংস্কৃতি পরিবর্তনের চেষ্টা করে।’
তিনি বলেন, ‘সব জায়গায় লুটপাটের ক্ষেত্র তৈরি হয়েছে। চালের দাম কমানোর কথা বলে সরকার দাম আরও বাড়িয়েছে। সরকারের লোকজন সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করছে। সিন্ডিকেন্ডের কারণে ব্যাংকগুলো মুখ থুবড়ে পড়ছে। ব্যাংক একিভূত করার নামে লুট হওয়া ব্যাংকগুলোকে আরও দেউলিয়া করার সুযোগ করে দিচ্ছে। ঋণখেলাপিরা সরকারের ঘনিষ্ঠ লোক। ঋণের পর ঋণ নেওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে তাদের।’
রিজভী বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এবার ঈদে কেনাকাটা অনেক কম হয়েছে। সব মিলিয়ে ঈদ সাধারণ মানুষদের আনন্দ কান্নায় পরিণত হয়েছে।’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, ‘বাংলাদেশের মানুষ ভালো নেই, তাদের ঈদানন্দ বিষাদে পরিণত হয়েছে। আর ওবায়দুল কাদের শুধু বিএনপিকে খোঁজে। ঈদের আগেও বিএনপিকে খোঁজে, আবার নববর্ষেও বিএনপিকে খোঁজে।’
জাসাসের যুগ্ম আহবায়ক লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী, তারিকুল আলম তেনজিং, কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য বেলাল উদ্দিন সরকার তুহিন, কেন্দ্রীয় নেতা গিয়াসউদ্দিন আল মামুন প্রমুখ।
সারাবাংলা/এজেড/পিটিএম