কক্সবাজার প্রতিনিধি::
“গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি” এ প্রতিপাদ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কক্সবাজারে আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের।শুক্রবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ,মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন করা হয়।
পরে জেলা প্রশাসন ও বিআরটিএ-র যৌথ উদ্যোগে দিবসের তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে সচেতনতা বৃদ্ধি ও করণীয় বিষয়ে আয়োজিত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুিষ্ঠত সভায় জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ,বিআরটিএ-এর সহকারী পরিচালক উথোয়াই নো চৌধুরী,নিসচা জেলা সভাপতি মো: জসিম উদ্দিন কিশোর,ট্রাফিক পুলিশের সহকারি পুলিশ সুপার এম এন রফিকুর রাজা,জেলা জাসদ সভাপতি ও পরিবহন নেতা নঈমুল হক চৌধুরী টুটুল,পৌরসভার প্রধান নির্বাহী তরিকুল আলমসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এসময় মোটরযান পরিদর্শক, মোটর ড্রাইভিং প্রশিক্ষক, যানবাহন মালিক, চালকসহ নিসচার নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।