সোমবার , ১৩ মার্চ ২০২৩ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

কারাগারে ‘কষ্টের’ কথা বলে আদালতে কাঁদলেন বাবুল আক্তার

প্রতিবেদক
bdnewstimes
মার্চ ১৩, ২০২৩ ৮:৫৬ অপরাহ্ণ


স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: কারাগারে ‘কষ্টের’ কথা তুলে ধরে আদালতের সামনে কেঁদেছেন স্ত্রী খুনের মামলায় বিচারের মুখোমুখি হওয়া সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। এসময় তিনি আদালতকে জানান, তাকে ফেনী কারাগারে কনডেম সেলে রাখা হয়েছে।

সোমবার (১৩ মার্চ) বিকেলে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি হয়।

অভিযোগ গঠনের শুনানির জন্য আসামি বাবুল আক্তারকে ফেনী কারাগার থেকে সোমবার সকালে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। শুনানিতে নিয়ম অনুযায়ী আদালত তিনি দোষী নাকি নির্দোষ জানতে চান। বাবুল আক্তার নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘আমি সম্পূর্ণ নির্দোষ। এ মামলার কোনোপর্যায়ে আমার কোনো সম্পৃক্ততা ছিল না।’

শুনানি শেষে আদেশ দেওয়ার আগে বাবুল আক্তার আবারও আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘ফেনী কারাগারে আমাকে রাখা হয়েছে কনডেম সেলে। আমি তো কনডেম সেলে রাখার মতো আসামি না।’

এ সময় আদালত মন্তব্য করেন, ‘কনডেম সেলে আপনাকে তো একা রাখা হয়েছে আপনার নিরাপত্তার জন্য। এটি তো নিশ্চয় টেম্পরারি।’

এরপর বাবুল আক্তার বলেন, ‘আমি অসুস্থ। আবেদন করেও আমি চিকিৎসা পাচ্ছি না। ডাক্তার দেখানোর সুযোগ দিচ্ছে না। তিন বছর আগে দেওয়া ডাক্তারের চিকিৎসাপত্রের ওষুধ আমাকে খেতে হচ্ছে।’

আদালত মন্তব্য করেন, ‘আপনি অসুস্থ হলে প্রতিকার পাওয়ার অধিকার আপনার আছে। আপনি বাংলাদেশের নাগরিক। চিকিৎসার অভাবে আপনি ভুগবেন কেন ? আর থাকা খাওয়ার কোনো বেসিক সমস্যা হলে সেগুলো দেখভাল করার জন্য জেল কর্তৃপক্ষ আছে। এরপর আদালতেরও সুযোগ আছে।’

এ পর্যায়ে কান্নাজড়িত কণ্ঠে বাবুল আক্তার বলেন, ‘আমি চাই আমাকে বাইরে নিয়ে চিকিৎসা করা হোক।’

আদালত মন্তব্য করেন, ‘সেই সুযোগও জেল কর্তৃপক্ষের আছে। জেল সুপার তো আছেই। আদালতের কাছেও আপনি রিপোর্ট করতে পারেন। যদি জেল কর্তৃপক্ষ রেসপন্স না করে, দ্যান ইউ রিপোর্ট আস।’

বাবুল আক্তারকে চট্টগ্রাম কারাগারে রাখার আবেদন করেন তার আইনজীবী। আদালত সেটি মঞ্জুর করেন।

চট্টগ্রাম কারাগারেও নিজের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘চট্টগ্রাম কারাগারে আমার অনেক শত্রু আছে। চট্টগ্রামে অনেক সন্ত্রাসীকে আমি গ্রেফতার করেছি। তাদের বেশিরভাগই চট্টগ্রাম কারাগারে আছে। আমি আমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত।’

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মহানগর পিপি আবদুর রশীদ সাংবাদিকদের বলেন, ‘উনি (বাবুল আক্তার) বোঝাতে চেয়েছেন তিনি দীর্ঘদিন এখানে ছিলেন। এখানে তার মিত্র-শত্রু দু’টিই আছে। এখানে থাকলে উনার ক্ষতি হতে পারে বলে তিনি আশঙ্কা করেছেন। উনি হুমকির মধ্যে আছেন সেটিও তিনি বলেছেন। এটি আদালতের এখতিয়ার।’
এদিকে অভিযোগ গঠন থেকে বাবুল আক্তারকে অব্যাহতির আবেদনও করেছিলেন তার আইনজীবীরা। আদালত সেটা খারিজ করে দিয়েছেন।

বাবুল আক্তারের আইনজীবী গোলাম মাওলা মুরাদ সারাবংলাকে বলেন, ‘অব্যাহতির আবেদন আদালত খারিজ করে দিয়েছেন। আমরা আদালতকে বলেছিলাম, এই মামলায় বেশকিছু দুর্বলতা আছে। এই মামলার মূল যে ব্যক্তি মুসা, যার ব্যাপারে বার বার বলা হচ্ছে সেই মুসার কোনো হদিস নেই। যার সঙ্গে প্রণয়ের বিষয় নিয়ে এই হত্যাকাণ্ড হয়েছে বলে মামলায় বলা হয়েছে, সে মহিলারও কোনো হদিস নেই। তার কোনো ১৬১ ধারার জবানবন্দি নেই, সাক্ষ্য নেই। তাহলে কিসের ভিত্তিতে বাবুল আক্তারকে এই মামলায় সম্পৃক্ত করা হলো।’

মহানগর পিপি আবদুর রশীদ সারাবাংলাকে বলেন, ‘উভয়পক্ষের বক্তব্য শুনেছেন আদালত। তিন ঘণ্টা ধরে এ মামলার শুনানি হয়েছে। আসামিপক্ষ আসামিকে নির্দোষ প্রমাণ করার জন্য অনেক চেষ্টা করেছেন। আমরা আমাদের যুক্তি উপস্থাপন করেছি। আমাদের যুক্তি গ্রহণ করে আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। ৯ এপ্রিল থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে। সাক্ষ্যপ্রমাণের মাধ্যমে আদালত বিচারের চূড়ান্ত ফলাফল নির্ধারণ করবেন-সাজা হবে নাকি খালাস পাবে।’

এদিকে আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রসিকিউশন শাখার অতিরিক্ত উপ কমিশনারের কক্ষে বাবুল আক্তারকে বিকেলে সাড়ে ৪টা থেকে এক ঘণ্টা আইনজীবীদের সঙ্গে বৈঠকের সুযোগ দেন আদালত।

চাঞ্চল্যকর এ মামলায় ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সাতজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ১০ অক্টোবর আদালত অভিযোগপত্র গ্রহণ করেন।

অভিযোগপত্রে প্রধান আসামি করা হয়েছে মিতুর স্বামী বাবুল আক্তারকে। অভিযোগপত্রে আরও যাদের আসামি করা হয়েছে তারা হলেন- মো. কামরুল ইসলাম শিকদার মুসা, এহতেশামুল হক প্রকাশ হানিফুল হক প্রকাশ ভোলাইয়া, মো. মোতালেব মিয়া ওয়াসিম, মো. আনোয়ার হোসেন, মো. খাইরুল ইসলাম কালু এবং শাহজাহান মিয়া। এতে মুসা ও কালুকে পলাতক হিসেবে উল্লেখ করা হয়।

২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাত করে খুন করা হয় মাহমুদা খানম মিতুকে। স্ত্রীকে খুনের ঘটনায় পুলিশ সদর দফতরের তৎকালীন এসপি বাবুল আক্তার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদসহ নানা নাটকীয়তার পর ওই বছরের আগস্টে পুলিশ সুপার বাবুল আক্তারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। তখনই মিতু হত্যায় বাবুল আক্তার জড়িত এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে।

হত্যাকাণ্ডের পরের বছর অর্থাৎ ২০১৭ সালে মিতুর বাবা মোশাররফ হোসেন প্রথম এই খুনে বাবুলের জড়িত থাকার সন্দেহ প্রকাশ করেন। নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাত ঘুরে ২০২০ সালের জানুয়ারিতে বাবুল আক্তারের দায়ের করা মামলার তদন্তভার পড়ে পিবিআইয়ের ওপর। এরপর আস্তে আস্তে জট খুলতে থাকে দেশজুড়ে তোলপাড় সৃষ্টিকারী চাঞ্চল্যকর এই মামলার।

২০২১ সালের ১১ মে বাবুল আক্তারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পিবিআই। পরদিন বাবুল আক্তারের মামলায় আদালতে ৫৭৫ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়, যাতে উল্লেখ করা হয়- তদন্তে ঘটনার সঙ্গে বাদী বাবুল আক্তারের সম্পৃক্ততা পাওয়া গেছে।

একইদিন (১২ মে) দুপুরে মিতুর বাবা মোশাররফ হোসেন বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় বাবুল আক্তারসহ আটজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পিবিআই হেফাজতে থাকা বাবুল আক্তারকে মোশাররফের মামলায় গ্রেফতার দেখানো হয়। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

এরপর আদালতে দেওয়া গ্রেফতার ভোলাইয়া, বাবুলের ঘনিষ্ঠ সাইফুল হক, গাজী আল মামুন, মোকলেসুর রহমান ইরাদ এবং আসামি মুসার স্ত্রী পান্না আক্তারের জবানবন্দিতে বাবুলের সম্পৃক্ততার তথ্য আরও জোরালো হয়।

তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়া এসব জবানবন্দির একপর্যায়ে নিজের মামলায় পিবিআইয়ের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদনের ওপর নারাজি আবেদন দাখিল করেন বাবুল আক্তার। ২০২১ সালের ৩ নভেম্বর শুনানি শেষে আদালত বাবুল আক্তারের নারাজি আবেদন প্রত্যাখান করেন। একইসঙ্গে পর্যবেক্ষণ উল্লেখ করে পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদনও প্রত্যাখান করে অধিকতর তদন্তের আদেশ দেন।

ফলে মোশাররফ হোসেনের দায়ের করা মামলাটির পাশাপাশি করা বাবুল আক্তারের মামলাটিও সক্রিয় হয়ে যায়। দুই মামলার সমান্তরাল তদন্তভার এসে পড়ে পিবিআইয়ের ওপর।

২০২১ সালের ২৩ ডিসেম্বর বাবুল আক্তারকে তার নিজের মামলায় গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। ২০২২ সালের ৯ জানুয়ারি আদালত তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করে বাবুলকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।

ওই বছরের ২৫ জানুয়ারি তদন্তকারী কর্মকর্তা আদালতের পর্যবেক্ষণ মেনে মোশাররফের মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। একইসঙ্গে ওই মামলার ডকেট প্রথম মামলার সঙ্গে সংযুক্ত করে তদন্তের জন্য আবেদন করেন। আদালত অনুমতি দিলে শুধুমাত্র বাবুল আক্তারের দায়ের করা মামলাটির তদন্তই চলমান থাকে।

বাবুল আক্তারের দায়ের করা মামলায় তাকেই প্রধান আসামি করে দাখিল করা অভিযোগপত্রে বলা হয়েছে, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কর্মরত বিদেশি এক নারীর সঙ্গে বাবুলের পরকীয়ার জড়িয়ে পড়া নিয়ে তাদের সংসারে অশান্তি শুরু হয়। এর জেরে বাবুল আক্তার স্ত্রীকে খুনের সিদ্ধান্ত নেন। তিন লাখ টাকায় ‘খুনি’ ভাড়া করে স্ত্রীকে খুন করায়। নিজেকে আড়ালে রাখতে প্রচার করেন- জঙ্গিরাই মিতুকে খুন করেছে।

এতে আরও বলা হয়েছে, মিতুকে খুনের মিশনে নেতৃত্ব দিয়েছে পুলিশ কর্মকর্তা বাবুলের ‘সোর্স’ মো. কামরুল ইসলাম শিকদার মুসা। সঙ্গে ছিল আরও ছয়জন। হত্যাকাণ্ডের পর বাবুল মুসাকে ফোনে নির্দেশ দেন- গা ঢাকা দেওয়ার জন্য।

সারাবাংলা/আইসি/একে





Source link

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
পুঁজিবাজারে বিও হিসাব বেড়েছে আগস্টে

পুঁজিবাজারে বিও হিসাব বেড়েছে আগস্টে

Healthy Lifestyle: দীর্ঘ সময় ধরে সঙ্গমের অভ্যেস? বিশেষজ্ঞরা বলছেন, ‘এই’ সময়টুকুতেই আপনি হতে পারেন সেরা!

Healthy Lifestyle: দীর্ঘ সময় ধরে সঙ্গমের অভ্যেস? বিশেষজ্ঞরা বলছেন, ‘এই’ সময়টুকুতেই আপনি হতে পারেন সেরা!

Celebrities React as Nicole Richie’s Hair Catch Fire as She Blows Candles on Her Birthday Cake

Celebrities React as Nicole Richie’s Hair Catch Fire as She Blows Candles on Her Birthday Cake

মিয়ানমার থেকে পালিয়ে থাই সীমান্তে হাজারো মানুষ

মিয়ানমার থেকে পালিয়ে থাই সীমান্তে হাজারো মানুষ

ট্যুইট পড়তে হলেও দিতে হবে টাকা! চালু নয়া নিয়ম, এলন মাস্কের আপন দেশে নিয়মকানুন…. – News18 Bangla

ট্যুইট পড়তে হলেও দিতে হবে টাকা! চালু নয়া নিয়ম, এলন মাস্কের আপন দেশে নিয়মকানুন…. – News18 Bangla

কর্ণফুলীর তীরে উন্মুক্ত কয়লায় অগ্নিকাণ্ডের ঝুঁকি

কর্ণফুলীর তীরে উন্মুক্ত কয়লায় অগ্নিকাণ্ডের ঝুঁকি

আইন না মেনে কুবির ৪ বিভাগে চেয়ারম্যান পুনর্বহাল

আইন না মেনে কুবির ৪ বিভাগে চেয়ারম্যান পুনর্বহাল

Salman Khan Nominates MC Stan For 4 Weeks After His Violent Fight With Shalin Bhanot

Salman Khan Nominates MC Stan For 4 Weeks After His Violent Fight With Shalin Bhanot

US Open: Rohan Bopanna, Matthew Ebden reach US Open men’s doubles final

US Open: Rohan Bopanna, Matthew Ebden reach US Open men’s doubles final

পুরুষদের মধ্যে এই গুণগুলি দেখলে ছেড়ে যায়নি ৷ Girls searching these quality from a boy. পুরুষদের বিশেষ কয়েকটি গুণ নারীরদের আকৃষ্ট করে, পুরুষ ও নারীর সংসার জীবন সুখের হয় যদি পুরুষদের এই গুণগত মান থাকে, পুরুষেরা মহিলাদের আকৃষ্ট করেন, নারীরা পুরুষদের এই গুণ দেখতে পছন্দ করেন ৷ পুরুষদের এই বিষয়গুলি বারেবারে আকৃষ্ট করে ৷ – News18 Bangla

পুরুষদের মধ্যে এই গুণগুলি দেখলে ছেড়ে যায়নি ৷ Girls searching these quality from a boy. পুরুষদের বিশেষ কয়েকটি গুণ নারীরদের আকৃষ্ট করে, পুরুষ ও নারীর সংসার জীবন সুখের হয় যদি পুরুষদের এই গুণগত মান থাকে, পুরুষেরা মহিলাদের আকৃষ্ট করেন, নারীরা পুরুষদের এই গুণ দেখতে পছন্দ করেন ৷ পুরুষদের এই বিষয়গুলি বারেবারে আকৃষ্ট করে ৷ – News18 Bangla