আব্দুর রহিম, সাতক্ষীরা জেলা প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে স্কুল চত্বরে কেক কাটা, বনভোজন এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার সকাল ১১ টায় অফিস ভবন কক্ষে শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী, অভিভাবকবৃন্দের উপস্থিতিতে কেক কাটা হয়। প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের পিতা আলহাজ্ব আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক হীরালাল সরকার, ৯নং ওয়ার্ডের মেম্বার ও সাতক্ষীরা ডক্টর’স ক্লিনিকের ডাইরেক্টর এনামুল হক এনাম, সহকারী শিক্ষক যথাক্রমে স্বদেশ ঘোষ, বিধান চন্দ্র সরকার, আছিয়া খাতুন, মিনা পারভিন,স ম আশরাফুল কবির, ইকবাল হোসেন, সুশান্ত কুমার রায়, মোহাম্মদ আলী, মোতাহার হোসেন, উজ্জ্বল চ্যাটার্জি, নুপুর বিশ্বাস, আবু মুসা আসকারী, এ কে এম মনিরুজ্জামান, কিশোরী মোহন (বাগ) সহ অত্র বিদ্যালয়ে জমিদাতা শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক একেএম হাসানুজ্জামান। উল্লেখ্য যে, ২৪ শে জানুয়ারি ১৯৭৩ সালে অত্র বিদ্যালয়টি স্থাপিত হয়। প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ছিলেন আলহাজ্ব এস.এম আব্দুল হাকিম। ৯ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত অত্র বিদ্যালয় এর বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ৩৫০ জন। স্কুলের অভ্যন্তরে নিরিবিলি সুন্দর লোকেশন এবং পরিবেশ যে কারো মন কেড়ে নেবে। অত্র প্রতিষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা সরকারি এবং বেসরকারি সেক্টরে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কাজ করছে।