আব্দুর রহিম, সাতক্ষীরা ব্যুরো:
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান(পিপিএম) মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজীব খাঁন স্যারের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ জনাব মোঃ মামুন রহমান ও এস এই হাফিজুর রহমান এর নেতৃত্বে কালিগঞ্জ থানার অফিসার ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করিয়া ২ ডিসেম্বর (শনিবার) ৫১ বোতল ফেনসিডিলসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম সিরাজুল গাজী(৪১)। সে কালিগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের মুনসুর আলী গাজীর ছেলে।
উল্লেখ্য যে, ইতিপূর্বে কালিগঞ্জ থানায় তার নামে বেশ কয়েকটি অস্ত্র মাদক এবং চোরাচালানি’র বেশ কয়েকটা মামলা রয়েছে।
উক্ত মাদক ব্যবসায়ীর বাড়ি সীমান্ত বর্ডার এলাকায় হওয়ায় ভারত থেকে প্রতিনিয়ত চোরাই পথে ফেনসিডিল, অস্ত্র, গোলা-বারুদ নিয়ে এসে বাংলাদেশের বিভিন্ন রুটে বিক্রি করে থাকে। তার বিরুদ্ধে কথা বললে বিভিন্ন মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দিয়ে বিভিন্ন ব্যক্তিবর্গকে হয়রানি করে থাকেন। এ রকম অভিযোগ আছে তার বিরুদ্ধে। সম্প্রতি সে কালিগঞ্জের এক সিনিয়র সাংবাদিক কে জীবননাশের হুমকি দিয়েছিল এ রকম অভিযোগের শতভাগ সত্যতা পাওয়া গেছে। নাম প্রকাশ না করার শর্তে ওই সাংবাদিক এ প্রতিনিধিকে বলেন, কিছুদিন আগে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য জিজ্ঞাসা করলে প্রকাশ্য দিবালাকে আমাকে প্রাণনাশের হুমকি দেয় মাদক ব্যবসায়ী এই সিরাজুল গাজী। কথা প্রসঙ্গে তিনি আরো বলেন, কোন এক অদৃশ্য শক্তির বলে আটক হলে বরাবরই পার পেয়ে যায় সে। তিনি এ সময় পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন। উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।