Advertise here
বৃহস্পতিবার , ১৬ মে ২০২৪ | ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

কিশোরকে ব্ল্যাকমেইল করে হাতিয়ে নিল টাকা-গহনা, এরপর অপহরণ

প্রতিবেদক
bdnewstimes
মে ১৬, ২০২৪ ৪:৩৮ অপরাহ্ণ


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: কিশোর বয়সী স্কুলছাত্রের সহপাঠীর সঙ্গে সম্পর্কের কথা জেনে ফেলে একই এলাকার উঠতি বয়সের কিছু তরুণ। সেই তথ্য অভিভাবককে জানিয়ে দেওয়ার কথা বলে ফাঁদ পাতে তারা। হুমকিধমকি দিয়ে কিশোরের কাছ থেকে হাতিয়ে নেয় নগদ আড়াই লাখ টাকা ও তার মায়ের সোনার গহনা। এতেও ক্ষান্ত হয়নি তরুণরা। আরও টাকার জন্য কিশোরকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে।

খবর পেয়ে পুলিশ অভিযান শুরু করে। এর সঙ্গে কিশোরের মায়ের অনমনীয় মনোভাব। সব মিলিয়ে ঘটনা এতদূর গড়াবে, তরুণরা বুঝতেই পারেনি। শেষপর্যন্ত কিশোরকে ছেড়ে দিলেও পাঁচ তরুণের ঠাঁই হয়েছে থানায়।

বুধবার (১৫ মে) দুপুর ১২টার দিকে স্কুল থেকে বাসায় ফেরার পথে নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া সিটি করপোরেশনের উচ্চ বিদ্যালয়ের পাশের গলি থেকে অপহরণের শিকার হয় ওই কিশোর। বিকেল ৩টার দিকে তাকে পাহাড়তলী চাল গুদামের গলিতে ছেড়ে দেওয়া হয়। এ সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের তথ্যে পাহাড়তলী থানা পুলিশ আরও তিনজনকে আটক করে।

গ্রেফতার পাঁচজন হলো- মো. রাকিব, মো. সাকিব, মো. সালমান, মো. জাহিদ ও মো. বাবু। তাদের সবার বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। বাসা নগরীর সরাইপাড়া এলাকায়।

জানা গেছে, অপহরণের শিকার কিশোরর বাসাও একই এলাকায় এবং সে সরাইপাড়া সিটি করপোরেশনের উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। দুই মাস আগে তার সঙ্গে সহপাঠীর প্রেমের সম্পর্কের বিষয়টি জেনে যায় রাকিব ও সাকিব। তারা বিষয়টি কিশোরের মা-বাবাকে জানিয়ে দেওয়ার হুমকি দেয়। কিশোর না জানানোর অনুরোধ করলে তারা তিন লাখ টাকা দাবি করে।

ভয় পেয়ে ওই কিশোর বাসা থেকে চুরি করে নিজের মায়ের সোনার গলার চেইন, তিনটি সোনার আংটি, এক জোড়া কানের দুল ও দুটি রূপার চেইন নিয়ে তাদের হাতে তুলে দেয়। এরপর দফায় দফায় বাসা থেকে চুরি করে আরও আড়াই লাখ টাকা তাদের হাতে দেয়। কিন্তু রাকিব-সাকিবসহ তরুণরা আরও টাকা দাবি করতে থাকে। ওই কিশোর আর টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বুধবার স্কুলছুটির পর তাকে ছোরার ভয় দেখিয়ে সিএনজি অটোরিকশায় তুলে নেয়।

কিশোরের মা রোজিনা আক্তার সারাবাংলাকে বলেন, ‘বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আমাকে একজন ফোন করে বলে, তোমার ছেলে আমাদের কাছে আছে, ৪০ হাজার টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হবে, না হলে জবাই করে মেরে ফেলা হবে। আমি বললাম, আমার ছেলে কোথায় আছে বল, তোমরা ওর কোনো ক্ষতি করবে না, আমি টাকা দেব। তারা জানায়, সিআরবিতে আছে। আমি টাকা নিয়ে আসছি বলার পর লাইন কেটে দেয়। কিছুক্ষণ পর আবার ফোন করে বলে, ৩০ হাজার টাকা বিকাশে পাঠাতে। আমি কোনোভাবেই বিকাশে টাকা পাঠাতে রাজি হইনি।’

‘তারা আমার ছেলেকে খুন করবে, কিডনি বিক্রি করে দেবে বলে আমাকে ভয়ভীতি দেখায়। ততক্ষণে আমি টাকা নিয়ে বাসা থেকে বের হয়ে যাই। টেক্সিতে করে সিআরবি যাবার পথে আবার ফোন আসে। তারা আমাকে পাহাড়তলী চালের গুদামের গলিতে যেতে বলে। আমি সেখানে গিয়ে দেখি, রাকিব আমার ছেলেকে ধরে দাঁড়িয়ে আছে। আমি রাকিবকে চিনতে পারি। তাকে আমি একটা থাপ্পড় দিই। তখন সেখানে লোকজন জড়ো হয়ে যায়। কিছুক্ষণ পর সাকিব আসে। পুলিশও আসে। সেখান থেকে রাকিব-সাকিবকে নিয়ে যায় পুলিশ।’

নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) নিহাদ আদনান তাইয়ান সারাবাংলাকে বলেন, ‘অপহরণের ঘটনা জানার পর কিশোরের মা বিষয়টি পুলিশকে অবহিত করে। আমরাও কিশোরকে উদ্ধারে নেমে পড়ি। এলাকার যে তরুণরা এ ঘটনা ঘটিয়েছে, তারা বুঝতে পারেনি সেটা এতদূর গড়াবে। তারা একপর্যায়ে কিশোরকে মায়ের হাতে তুলে দেয়। আমরা তখন তাদের গ্রেফতার করি। আসলে রাকিব ও সাকিব এ ঘটনার মাস্টারমাইন্ড। বাকি তিন তরুণ তাদের সহযোগিতা করেছে বলে আমাদের তথ্য দিয়েছে। উঠতি বয়সের এসব তরুণ এলাকায় ছোটখাট নানা ধরনের অপরাধে জড়িত।’

বাসা থেকে সোনার গহনা ও টাকা চুরি হওয়ার বিষয়টি জানতে পেরেছিলেন কি না, এ প্রশ্নের জবাবে কিশোরের রোজিনা আক্তার সারাবাংলাকে বলেন, ‘যখন আমার ছেলে বাসার আলমিরা থেকে আড়াই লাখ টাকা ও প্রায় দেড় লাখ টাকার গহনা নিয়ে যায়, তখন আমি বাসায় ছিলাম না। আমার মা মারা যাওয়ায়, আমি মায়ের বাড়িতে ছিলাম। সপ্তাহখানেক আগে আমি টাকা নিতে গিয়ে দেখি, সেগুলো নেই। আমার গহনাও নেই। তখন আমি বিষয়টি আমার স্বামীকে জানাই। এটা নিয়ে আমার পরিবারে অনেক অশান্তি হয়। বুধবার আমার ছেলে ঘটনা আমাদের খুলে বলে।’

কিশোরের বাবা পোশাক কারখানার কর্মকর্তা মো. মুরাদ সারাবাংলাকে বলেন, ‘আমার দুই ছেলে। আমার স্ত্রী সংসার খরচের টাকা থেকে অনেক কষ্ট করে অল্প অল্প করে কিছু টাকা জমিয়েছিল। রাকিব আমাদের বলেছে, সে এবং সাকিব মিলে গহনাগুলো বিক্রি করে দিয়েছে। নগদ আড়াই লাখ টাকাও তারা পাঁচজন মিলে ভাগ করে নিয়েছে।’

গ্রেফতার পাঁচ তরুণকে কিশোরের মা রোজিনা আক্তারের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপ পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান।

সারাবাংলা/আরডি/ইআ





Source link

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
মুজিবনগর মহাজনপুর ইউনিয়নে মনোনয়ন পরিবর্তনের দাবিতে সমাবেশ ও শোভাযাত্রা

মুজিবনগর মহাজনপুর ইউনিয়নে মনোনয়ন পরিবর্তনের দাবিতে সমাবেশ ও শোভাযাত্রা

Nadia News: পুলিশ মানেই লাঠি, বন্দুকধারী নয়! এবার পুলিশ কৃষ্ণনগরকে যা গিফট দিল চমকে যাবেন

Nadia News: পুলিশ মানেই লাঠি, বন্দুকধারী নয়! এবার পুলিশ কৃষ্ণনগরকে যা গিফট দিল চমকে যাবেন

ব্যাংকে এআই, ৪০০০ কর্মী ছাঁটাই করবে ডিবিএস

ব্যাংকে এআই, ৪০০০ কর্মী ছাঁটাই করবে ডিবিএস

নামে ‘জ্যোতি’, কাজে ‘আঁধার’! ট্র্যাভেল ব্লগিংয়ের আড়ালে ভারতের গোপন তথ্য পাচার পাকিস্তানে! সোশ্যাল মিডিয়া জুড়ে বিশ্বাসঘাতক ইউটিউবারের ছবিjyoti malhotra the alleged spy who supplied vital information to pakistan rocks social media

নামে ‘জ্যোতি’, কাজে ‘আঁধার’! ট্র্যাভেল ব্লগিংয়ের আড়ালে ভারতের গোপন তথ্য পাচার পাকিস্তানে! সোশ্যাল মিডিয়া জুড়ে বিশ্বাসঘাতক ইউটিউবারের ছবিjyoti malhotra the alleged spy who supplied vital information to pakistan rocks social media

সাপাহারে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

সাপাহারে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

দায়িত্ব নিলেন সিএমপির নতুন কমিশনার

দায়িত্ব নিলেন সিএমপির নতুন কমিশনার

বুদ্ধ বন্দনায় ভারতের সহকারী হাইকমিশনার

বুদ্ধ বন্দনায় ভারতের সহকারী হাইকমিশনার

শেষ পর্যন্ত হুদার মতো কাউকেই সিইসি করবে: ফখরুল

শেষ পর্যন্ত হুদার মতো কাউকেই সিইসি করবে: ফখরুল

Solskjaer slams lack of ‘common sense’ in Premier League fixtures | Football News

Solskjaer slams lack of ‘common sense’ in Premier League fixtures | Football News

বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা আসার সতর্কতা বিশ্বব্যাংকের

বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা আসার সতর্কতা বিশ্বব্যাংকের

Advertise here