শনিবার , ৫ জুন ২০২১ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ক্যারিয়ার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তরুণ উদ্যোক্তা
  8. ধর্ম
  9. নারী ও শিশু
  10. প্রবাস সংবাদ
  11. প্রযুক্তি
  12. প্রেস বিজ্ঞপ্তি
  13. বহি বিশ্ব
  14. বাংলাদেশ
  15. বিনোদন

কুমারখালীতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা

প্রতিবেদক
bdnewstimes
জুন ৫, ২০২১ ৫:০৭ অপরাহ্ণ

জাকের আলী শুভ, কুষ্টিয়া ব্যুরো: কুষ্টিয়ার কুমারখালীতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০ টায় কুমারখালী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবদুল মান্নান খান, পৌরসভার মেয়র মোঃ সামছুজ্জামান অরুন ও উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান।

উপজেলা লাইভ স্টক এক্সটেনশন কর্মকর্তা ডাঃ আরশাদ চৌধুরীর পরিচালনায়, উক্ত প্রদর্শনী মেলায় উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরে আলম সিদ্দিকী।

এই প্রদর্শনী মেলায় ৪৬ জন খামারিকে উদ্বুদ্ধকরণ আলোচনা করা হয়। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং খোঁজখবর নেন, সকলকে পশুপালনের উৎসাহিত করেন।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কুমারখালী এর আয়োজনে প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ প্রদর্শনীর মেলার আয়োজন করে।

এ মেলায় বিভিন্ন জাতের গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, কবুতর সহ বিভিন্ন জাতের পাখি প্রদর্শন করা হয়।

নতুন নতুন উদ্দ্যোক্তা তৈরির লক্ষ্যে, বেকার ও নিম্নআয়ের মানুষদের উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করন কল্পে, আয়োজিত উক্ত প্রদর্শনী মেলায় উপজেলার মোট ৪৬ টি খামারীর স্টল স্থান পায় এবং বিভিন্ন ক্যাটাগরীতে ১৫ জনকে ৪ হাজার থেকে ৫০০ টাকার চেক ও শুভেচ্ছা উপহার সহ সনদ পত্র প্রদান করা হয়েছে।

খামারিরা বলেন তারা সহযোগিতা পেলে খাদ্যের পুষ্টির চাহিদা মেটাতে ব্যাপক ভূমিকা রাখবেন।

সর্বশেষ - খেলাধুলা