স্পেশাল করেসপন্ডেন্ট
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে নদী-খাল দখল করে স্থাপনা তৈরি করলে ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।
সোমবার (১৮ সেপ্টেম্বর) নগরীর ষোলশহরে চিটাগাং শপিং কমপ্লেক্স চত্বরে আয়োজিত করমেলায় তিনি একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ‘চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সরকার প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয় করছে। কিন্তু এসব প্রকল্পের সুফল আসবে না, যদি জনগণের আচরণ সচেতন না হয়। খাল-নালা, নদী দখল করে পানিপ্রবাহের স্বাভাবিক পথ বন্ধ করে রাখলে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়ন করেও জলাবদ্ধতা নিরসন সম্ভব হবে না।’
‘নগরীতে অনেকে পানি উঠলে অস্থির হয়ে যান। আবার পানি নামলে ভুলে যান জলাবদ্ধতার কষ্টের কথা ভুলে যান। তারাই আবার খাল-নালা দখল করে স্থাপনা নির্মাণ শুরু করেন। প্রকল্পের কাজ নিজস্ব গতিতে চলবে। পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করে যেসব স্থাপনা নির্মাণ করা হয়েছে সেটা ভেঙে দেওয়া হবে।’
গৃহকর নিয়ে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়ে মেয়র বলেন, ‘আমি দায়িত্ব নিয়েই জনগণকে করের বোঝা থেকে মুক্তি দিতে প্রতিটি ট্যাক্স সার্কেলে গণশুনানির আয়োজন করেছি। জনগণের বক্তব্য শুনে যাচাই করে আপিল করা করদাতাদের গৃহকর সহনশীল পর্যায়ে এনে দিয়েছি। আমার দরজা নাগরিকদের জন্য সবসময় খোলা। সারাদিন অফিসের কাজ সামলে আবার প্রতিদিন সন্ধ্যার পর নাগরিকদের সমস্যা সমাধানে তাদের বক্তব্য শুনি। যে জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, মেয়র পদে বসে তাদের ভুলে যাইনি।’
করমেলার উদ্বোধক সংসদ সদস্য আব্দুল লতিফ বলেন, ‘জলাবদ্ধতার জন্য সিডিএরও দোষ নাই, চসিকেরও দোষ নাই। চট্টগ্রামের জলাবদ্ধতা মূলত প্রকৃতির প্রতিশোধ। আগে চট্টগ্রামে ৭০টি খাল ছিল। খোলা জমি-মাঠ ছিল। প্রায় সব বেদখল হয়ে গেছে। ২০০ ফুট চওড়া খাল দখল হতে হতে ২০ ফুটে পরিণত হয়েছে।’
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্যানেল মেয়র গিয়াস উদ্দিন চৌধুরী, কাউন্সিলর গাজী মোহাম্মদ শফিউল আজিম, শাহেদ ইকবাল বাবু, আবদুস সালাম মাসুম, প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, রাজস্ব কর্মকর্তা সৈয়দ শামশুল তাবরিজ, কর কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ চৌধুরী বক্তব্য রাখেন।
এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর সঙ্গে সোমবার বিকেলে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।
সারাবাংলা/আরডি/এনইউ