বৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর ২০২১ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

গাংনীতে সম্মানী ভাতা না পেয়ে (ইউএনও)এর কাছে নালিশ ইউপি সদস্যর

প্রতিবেদক
bdnewstimes
সেপ্টেম্বর ৯, ২০২১ ৭:৫০ অপরাহ্ণ

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীর বামন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলামের বিরুদ্ধে প্রায় দুই বছর সম্মানী ভাতা না পেয়ে লিখিত নালিশ করেছেন ওই পরিষদেরই সাত সদস্য। বৃহষ্পতিবার দুপুরে ইউপি সদস্যরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অফিসে উপস্থিত হয়ে এ নালিশ জানান। তাদের অভিযোগ ইউপি চেয়ারম্যান দুই বছর যাবত তাদের প্রাপ্য সম্মানী প্রদান করছেন না। লিখিত নালিশ পেয়ে বিষয়টি সুরাহার আশ্বাস দেন ইউএনও।ঐ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য মিলন হোসেন বলেন, অত্র ইউপির অধিনে বড় একটি হাট বাজারসহ কয়েকটি কারখানা রয়েছে। এসব প্রতিষ্ঠান ছাড়াও ট্রেড লাইসেন্স ও ট্যাক্স আদায় করে পর্যাপ্ত অর্থ ইউপি তহবিলে জমা দেয়া হয়েছে। অথচ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম তাদের সম্মানী প্রদান করছেন না। সম্মানীভাতা চাইতে গেলে দিতে পারবেননা বলে জানিয়ে দেন চেয়ারম্যান।বিষয়টি প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক বরাবর লিখিত নালিশ করেন।

চেয়ারম্যান শহিদুল ইসলাম কে তার ব্যবহৃত মুঠো ফোন কল দেয়া হলেও তিনি রিসিভ করেন নি।উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম জানান, তিনি লিখিত অভিযোগ পেয়েছেন।চেয়ারম্যান শহিদুল ইসলামের সাথে বসে বিষয়টি সুরাহা করার চেষ্টা করবেন।

সর্বশেষ - বিনোদন