আন্তর্জাতিক ডেস্ক
যুদ্ধবিরতির পর গাজা উপত্যকার অন্তত ৪০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইল। দক্ষিণ গাজার খান ইউনিসে বেশিরভাগ হামলা হয়েছে। খান ইউনিসে কয়েক লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। এক দিনে ইসরাইলি হামলায় ১৮৪ ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার রাতে তারা ৫০টির বেশি বড় লক্ষ্যবস্তুতে বড় আকারের আক্রমণ পরিচালনা করেছে। এছাড়া ইসরাইলের নৌবাহিনী গাজায় কয়েকটি রকেট হামলা চালিয়েছে।
সাত দিনের যুদ্ধবিরতির পর শুক্রবার থেকে আবার গাজায় পুরোদমে স্থল, নৌ ও আকাশ পথে হামলা শুরু করে ইসরাইল। রাতেও তারা ক্ষান্ত দেয়নি। পরদিন শনিবারেও একই মাত্রায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি সেনারা।
গত ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক হামলা চালায় হামাস। এতে প্রায় ১৪০০ ইসরাইলি নিহত হয়। হামাসের হাতে জিম্মি হয় আরও অন্তত ২৪০ ইসরাইলি। এর প্রতিক্রিয়ায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরাইল। গাজা উপত্যকায় প্রায় দুই মাস ইসরাইলি হামলায় ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
গত সপ্তায় দুই পক্ষ বন্দি ও জিম্মি বিনিময়ের জন্য প্রথমে চার দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়। পরে আরও দুই দফায় তিন দিন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়। যুদ্ধবিরতি শেষে আবার পূর্ণ মাত্রায় গাজায় হামলা শুরু করেছে ইসরাইল।
সারাবাংলা/আইই