আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইশতিয়াক ইমনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এসময় দক্ষিণ জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী রনি, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস.এম আলমগীর চৌধুরী, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল মন্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক সোলাইমান তালুকদার, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদোওয়ানুল করিম চৌধুরী সায়েম, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী।
এরপর সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, আমাকে চতুর্থ বারের মত মনোনয়ন দেওয়ায় বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞ জানাচ্ছি। এতে আমার মরহুম পিতা ও এলাকাবাসীকে সম্মানিত করেছে। আজ মনোনয়নপত্র জমা দিতে এসে বুঝতে পেরেছি মানুষ অধিক আগ্রহ নিয়ে ৭ জানুয়ারি নির্বাচনের অপেক্ষায় রয়েছে। এদিন উৎসবমূখর ও একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার তাই এই উন্নয়ন অব্যাহত রাখতে ও বাকি কাজ সম্পন্ন করতে চতুর্থবারের মতো যেন ক্ষমতায় আসতে পারি তারজন্য সবার দোয়া চাই। বিগত দিনে আমি আনোয়ারা-কর্ণফুলীবাসী ও নেতাকর্মীদের পাশে ছিলাম আশাকরি তারা আমাকে আবারো মূল্যায়ন করবে।