সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।
জামালপুরে অবৈধ চার ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ২৩ লাখ টাকা জরিমানা করে ইটভাটাগুলোকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে অভিযান চালিয়ে
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় জামালপুর সদর উপজেলায় চারটি ইটভাটায় অভিযান চালিয়ে ২৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপ-পরিচালক আব্দুল্লাহ আল মনসুর।
জামালপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সুকুমার সাহা জানান, অনুমোদনহীন ও অবৈধভাবে ইটভাটা স্থাপনের অপরাধে সদর উপজেলার জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকার মেসার্স স্টার ওয়ান ব্রিকসকে ৬ লাখ, গোবিন্দপুর এলাকার কিং ব্রিকসকে ৬ লাখ, ছোনটিয়া এলাকার জীবন ব্রিকসকে ৫ লাখ ও নছিব ঢাকা ব্রিকসকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ইট তৈরির বিভিন্ন স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
চলমান এ অভিযান অব্যাহত থাকবে।