স্টাফ রিপোর্টার:
শরীয়তপুরের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন নারী চিকিৎসক নুসরাত তারিন তন্বীর। এবং তার পরিবারের উপর হামলাকারীদের সর্বোচ্চ বিচার দাবী ও প্রধান আসামির জামিন প্রাপ্তির প্রতিবাদে মানববন্ধন করেছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ ( স্বাচিপ)।
রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে শাহবাগস্হ জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবী জানান তারা। ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় স্বাধীনতা চিকিৎসক পরিষদ ( স্বাচিপ) এর সভাপতি ও এর সদস্য সহ বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানের শিক্ষক ও চিকিৎসকবৃন্দ।
মানববন্ধনে বক্তারা জানায়, ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন নুসরাত তারিন তন্বীর সঙ্গে ল্যাবএইড ফার্মাসিউটিক্যালস ওষুধ কোম্পানির প্রতিনিধি শহিদুল ইসলাম মৃধার ঔষধ লেখা সংক্রান্ত ঝামেলার জের ধরে ৩১ ডিসেম্বর বুধবার রাতে ডামুড্যা বাজারের আলী আজম জেনারেল হাসপাতাল এলাকায় নুসরাত তারিন তন্বী, তার স্বামী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ভাস্কুলার সার্জন মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া ও মাসুমা খাতুনের উপর হামলার অভিযোগ উঠে উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুলহাস মাদবর ও ল্যাবএইড ফার্মাসিউটিক্যালস ঔষধ কোম্পানির মেডিক্যাল প্রোমোশন অফিসার শহিদুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা জুলহাস মাদবরের ছেলে আব্দুর রাজ্জাক কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ছাত্র তামজিদ মাহমুদ লিখন মাদবরের বিরুদ্ধে।
এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার মামলা হলে আওয়ামী লীগ নেতা জুলহাস মাদবর ও শহিদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে আওয়ামী লীগ নেতা জুলহাস মাদবর বর্তমানে জামিনে মুক্ত আছেন। তবে এখনো পলাতক আছে তাঁর ছেলে তামজিদ মাহমুদ লিখন মাদবর।
মানববন্ধনে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী শরীয়তপুরের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক এর উপর বর্বরোচিত হামলাকারিদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আই নানক ব্যবস্থা গ্রহণ করা জোর আবেদন জানান।