চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার একটি পরিত্যাক্ত ঘর থেকে এক বৃদ্ধ ব্যাক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার দুপুরে এ লাশ উদ্ধার করা হয়েছে। দামুড়হুদা মডেল থানার পুলিশ জানায় উপজেলার রামনগর গ্রামের মৃত বশির আলির ছেলে বৃদ্ধ শব্বত আলি (৮৫) স্থনীয় একটি পরিত্যাক্ত ঘরে পড়ে থাকতে দেখে এলাকাবাসিরা পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে থানায় আনে। দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান ঘটনাটি রহস্য জনক হওয়ায় লাশ চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।