স্টাফ করেসপন্ডেন্ট
চট্টগ্রাম ব্যুরো: চেক প্রতারণা মামলায় দণ্ডিত বিএনপির এক নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১১ অক্টোবর) রাতে তাকে নগরীর বন্দর থানার ২ নম্বর মাইলের মাথা এলাকার মহব্বত আলী মালুমের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ওই বিএনপি নেত্রীর নাম শাহিদা খানম। তিনি নগর মহিলা দলের সহ সভাপতি ও বন্দর থানা সভাপতির দায়িত্বে আছেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা সারাবাংলাকে জানান, চেক প্রতারণা মামলায় ওই নারীকে আদালত সাত মাসের কারাদণ্ডসহ চেক পরিমাণ সাত লাখ টাকা অর্থদণ্ড দিয়ে ওয়ারেন্ট জারি করেন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সারাবাংলা/আইসি/ইআ