ডেঙ্গির উপসর্গ নিয়ে অবহিত হোন প্রথম থেকেই৷ মশাবাহিত এই অসুখের উপসর্গ নিয়ে জানা থাকলে বিপদ এড়ানো যায়৷ মাথাব্যথা, জ্বর, বমি, চোখের পিছনে ব্যথা, ক্লান্তি, ত্বকে লাল গোল গোল দাগ-এই লক্ষণগুলি সাধারণ ভাইরাল জ্বরেও হয়৷ কিন্তু এই শারীরিক উপসর্গকে কখনওই হাল্কাভাবে নেবেন না৷