স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘জনগণ যখন কোনো ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য রাস্তায় নামে তখন তারা টিকে থাকতে পারে না। তাদের পেছনে যত শক্তিই থাকুক, সেই শক্তি তাদের টিকিয়ে রাখতে পারে না।’
শনিবার (২১ জানুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভী ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা জেলা বিএনপি এই মানববন্ধনের আয়োজন করে।
গয়েশ্বর বলেন, ‘দুর্নীতির কারণে আজ দেশের অর্থনীতি হারিয়ে গেছে। রাজকোষ খালি। কয়েকদিন পর বেতন দেওয়ার টাকাও থাকবে না। এখন ক্ষুদ্র ব্যবসায়ীদের পকেটমার ছাড়া রাজস্ব কর্মকর্তাদের আর কোনো কাজ নেই। এ পর্যন্ত ১৭টি ডেভলপমেন্ট প্রকল্প তাদের কাজ স্থগিত করেছে। অর্থ যোগান দেওয়ার সুযোগ নেই।’
তিনি বলেন, ‘অর্থনৈতিক যে অবস্থা, এতে করে শেখ হাসিনার যদি মস্তিষ্ক ঠিক থাকতো, তাহলে তিনি রাষ্ট্রের দায়িত্ব ছেড়ে দিতেন। কারণ, তার পক্ষে এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনা করা কঠিন। এরপরে যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তাদের পক্ষেও রাষ্ট্র পরিচালনা অনেক কঠিন হবে। এই যে টাকাগুলো চলে গেল, এই টাকা উদ্ধার করা, যারা টাকা লুট করেছে তাদের বিচারের আওতায় আনা— এটি একটি দীর্ঘমেয়াদী কাজ।’
গয়েশ্বর আরও বলেন, ‘অনেকেই গ্রেফতারকৃত নেতাদের মুক্তি দাবি করছেন। আমি বলব তাদের মুক্তির দাবি নয়, তাদের মুক্ত করব। আমরা খালেদা জিয়াকে মুক্ত করব, কারাগারে যে সমস্ত নেতাকর্মী রয়েছে তাদেরও মুক্ত করব।’
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা বেনজীর আহমেদ টিটু, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ।
সারাবাংলা/এজেড/এমও