
ফরহাদ খাদেম, ইবি সংবাদদাতা ::
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেস ক্লাব। মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংগঠনটির সদস্যরা।
এসময় সংগঠনটির সভাপতি আবু হুরাইরার নেতৃত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম রায়হান, দপ্তর সম্পাদক মনজুরুল ইসলাম নাহিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আজাহারুল ইসলাম, কার্যনিবার্হী সদস্য নুর আলম, আবির হোসেন ও নাজমুল হুসাইনসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে বের হওয়া শোকর্যালিতে অংশ নেন সংগঠনটির সদস্যরা৷ র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে গিয়ে শেষ হয়। পরে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পর একে একে বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, শাখা ছাত্রলীগসহ সকল হল, বিভাগ, বিভিন্ন প্রগতিশীল সংগঠন ও ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং জাতির পিতার আত্নার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল কুরাআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আমিনুল ইসলাম।