জবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
বুধবার (৭ ফেব্রুয়ারী) সকালে রাজধানীর দয়াগঞ্জ মোড় থেকে মিছিল বের করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। মিছিলটি মুরগীটোলা মোড়ে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জবি ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, নারী ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করা মানিকের উত্তরসূরি জাবি ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর গং কর্তৃক নারী ধর্ষণের তীব্র নিন্দা জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুক্তচিন্তার আবাসভূমি।ক্যাম্পাসের হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ শুধু জাবি ক্যাম্পাসকে অপবিত্র করেনি বরং দেশের আপামর ছাত্রসমাজের মুখে চুনকালি মেখে দিয়েছে। আমরা জবি ছাত্রদল অবিলম্বে এই সন্ত্রাসী ও ধর্ষক সংগঠন ছাত্রলীগের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি জানাই এবং সেই সাথে জাবিতে ধর্ষণের সাথে জড়িত ও দায়বদ্ধ প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।