মহেশখালীতে জেলা, উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যদের নিয়ে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত।
নিজাম উদ্দিন: কক্সবাজার জেলা লিগ্যাল এইড কমিটি ও ইপসা’র যৌথ আয়োজনে ইউএসএআইডি’র প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে) এ্যাকটিভিটির অর্থায়নে, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা, উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির আইনগত সহায়তা প্রদান কর্মসূচির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব মো: সোয়েব উদ্দীন খান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও চেয়ারম্যান, চৌকি আদালত বিশেষ কমিটি, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মহেশখালী, কক্সবাজার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আশেক উল্লাহ রফিক, মাননীয় সংসদ সদস্য, আসন নং-২, কক্সবাজার। প্রধান আলোচক সাজ্জাতুন নেছা, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ, কক্সবাজার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইয়াসিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মহেশখালী। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিজ্ঞ সিনিয়র আইনজীবী জনাব আবু তালেব, জনাব নুরুল আলম সহ মহেশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্র্যাক্টিসরত অন্যান্য বিজ্ঞ আইনজীবীবৃন্দ, উপজেলা এবং ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ। প্রকল্পের চলমান কার্যক্রম এর অগ্রগতি, চ্যালেঞ্জ ও সুপারিশ উপস্থাপন করেন উপজেলা এবং ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ।
জেলা লিগ্যাল এইড অফিসার লিগ্যাল এইডের প্রচারণা বিষয়ক একটি ডকুমেন্টারি প্রদর্শন করেন এবং উপজেলা, ইউনিয়ন ও চৌকি আদালত কমিটির গঠন, কার্যাবলী, দায়িত্ব, মাসিক সভা ও প্রতিবেদন বিষয়ক একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন। উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি গঠনের বিষয়ে কমিটির চেয়ারম্যানগনকে দিক নির্দেশনা প্রদান করেন। উন্মুক্ত আলোচনায় জেলা লিগ্যাল এইড অফিসার আমন্ত্রিত অতিথিগণের কমিটি গঠন এবং লিগ্যাল এইড বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর ও পরামর্শ প্রদান করেন। এছাড়াও লিগ্যাল এইড অফিসার মহেশখালী উপজেলার ইউনিয়ন পরিদর্শনের করার ইচ্ছা পোষণ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো: ইয়াসিন উপজেলা লিগ্যাল এইডের কার্যক্রমকে বেগবান রাখার জন্য কমিটির সকলের প্রতি আহবান জানান।
প্রধান অতিথি জনাব আশেক উল্লাহ রফিক, এমপি বলেন, “বর্তমান লিগ্যাল এইড অফিসার তার কাজে যথেষ্ট আন্তরিক। ওনার কাজের যে উপস্থাপনা আমরা দেখলাম তাতে বুঝা যায় ওনার কাজ কেমন হচ্ছে। তিনি আরো বলেন, আমাদের যে আইন এই গুলো আমরা ব্রিটিশ থেকে পেয়ে এসেছি। আমাদের সব থেকে বড় অর্জন আমাদের নিজেদের একটি সংবিধান রয়েছে।”
সভাপতি জনাব সোয়েব উদ্দীন খান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও চৌকি আদালত বিশেষ কমিটির চেয়ারম্যান তার সমাপনী বক্তব্যে লিগ্যাল এইডের সেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে সকলকে একাত্ন হয়ে কাজ করার আহবান জানান।