স্পেশাল করেসপন্ডেন্ট
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ঝটিকা মিছিলে ধাওয়া করে জামায়াত-শিবিরের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২০ নভেম্বর) সকালে নগরীর হালিশহর থানার বৌবাজার এলাকা তাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতার চারজন হলেন-আকবর শাহ থানা জামায়াত ইসলামীর আমীর আব্দুস সবুর, সহযোগী সংগঠন শ্রমিক ফেডারেশনের পাহাড়তলী থানা সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন এবং ইসলামী ছাত্রশিবিরের সাথী সাহেদ মজুমদার ও মো. রায়হান।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ সারাবাংলাকে বলেন, ‘আদালতের রায়ে নিবন্ধন বাতিল হওয়া জামায়াত ইসলামীর কয়েকজন নেতা ছাত্রশিবিরসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে হরতালের সমর্থনে মিছিল বের করে। বৌবাজার পানির ট্যাংক এলাকায় তাদের মিছিল পুলিশের মুখোমুখি হয়। আমরা ধাওয়া দিলে পালানোর সময় চারজনকে গ্রেফতার করা হয়।’
গ্রেফতার চারজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ওসি জানিয়েছেন।
সারাবাংলা/আরডি/এনইউ