বুধবার , ২ আগস্ট ২০২৩ | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ক্যারিয়ার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তরুণ উদ্যোক্তা
  8. ধর্ম
  9. নারী ও শিশু
  10. প্রবাস সংবাদ
  11. প্রযুক্তি
  12. প্রেস বিজ্ঞপ্তি
  13. বহি বিশ্ব
  14. বাংলাদেশ
  15. বিনোদন

টক-মিষ্টি স্বাদের বিরল এই ফল দামে খুবই সস্তা; কিন্তু এর ঔষধি গুণ মহার্ঘ্য! দাবি আয়ুর্বেদ বিশেষজ্ঞদের – News18 Bangla

প্রতিবেদক
bdnewstimes
আগস্ট ২, ২০২৩ ৯:১৪ পূর্বাহ্ণ


কলকাতা: বর্ষার মরশুম তো শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বাজারে দেখা মিলছে ডেউয়া ফলের। টক-মিষ্টি লোভনীয় স্বাদের এই ফল বাংলায় ডেউয়া বলে পরিচিত হলেও দেশের বিভিন্ন প্রান্তে এর নানা নাম রয়েছে। ‘আর্টোকারপাস লকুচা’, ‘বড়হল’ এমনকী ‘বাঁদর ফল’ নামেও পরিচিত সুস্বাদু এই ফল। মূলত কাঁঠাল শ্রেণীর ফল ডেউয়া কাঁচা অবস্থায় সবুজ থাকে। তবে ফলে পাক ধরলে তা হলুদ হতে থাকে। শুধুমাত্র বর্ষার সময় বাজারে খুব সস্তাতেই মেলে ডেউয়া। আর আয়ুর্বেদশাস্ত্র বলছে, ডেউয়া একাধিক ঔষধি গুণের ভাণ্ডার। ডেউয়া খেলে পেট তো পরিষ্কার থাকেই, সেই সঙ্গে শরীরের শক্তিও বাড়ে। দেখে নেওয়া যাক, এই ফলের প্রসঙ্গে কী বলছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা ?

ডেউয়া ফলের গুণাবলী:

বিশেষজ্ঞদের মতে, ডেউয়া ফলে জিঙ্ক, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ, ভিটামিন-সি, বিটা ক্যারোটিনের মতো উপাদান তো রয়েছেই। সেই সঙ্গে উপকারী এই ফল অ্যান্টি-ভাইরাল, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণেও ভরপুর। নিয়মিত ডেউয়া ফল খেলে শরীর ঠান্ডা থাকে। আর লিভারও থাকে সুস্থ। শুধু ফলটাই নয়, ডেউয়ার বীজও স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তবে সুস্বাদু বলে অতিরিক্ত খাওয়াও উচিত নয়। তাতে হিতে বিপরীত হতে পারে।

আরও পড়ুন– লাস ভেগাসেই রয়েছে বিশ্বের সবথেকে দামি হোটেল; এখানে এক রাত কাটানোর খরচ শুনলে চক্ষু হবে চড়কগাছ!

ডেউয়া ফলের উপকারিতা:

লিভার সুস্থ রাখে:

লিভারের সমস্যা দূর করতে সর্বাধিক কার্যকরী হল ডেউয়া ফল। বিশেষজ্ঞদের মতে, এর মধ্যে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ রয়েছে। যা লিভারকে ভাল রাখে। কাঁচা এবংপাকা উভয় ভাবেই খাওয়া যায়।

ত্বকে আনে তারুণ্যের ছোঁয়া:

বিশেষজ্ঞদের মতে, ডেউয়া ফল অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। বলিরেখা দূর করে ত্বককে সতেজ এবং তারুণ্যে ভরপুর রাখতে সহায়কর ডেউয়া। এমনকী ডেউয়া গাছের ছালও ত্বকের যত্নে ব্যবহার করা যায়। ত্বকে ক্ষত হলে ডেউয়া গাছের ছাল শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে। এরপর ক্ষতস্থানে লাগালে হাতেনাতে ফল মিলবে।

পরিপাকতন্ত্রের উন্নতি:

ডেউয়া ফল খেলে পরিপাকতন্ত্র সুস্থ থাকে। এমনকী বদহজম এবং কোষ্ঠকাঠিন্য থেকেও মুক্তি দেয়। কারণ এটি ফাইবার সমৃদ্ধ। তবে ডেউয়া ফলের বীজ শুকিয়ে নেওয়ার পর তা গুঁড়ো করে নিয়েও খাওয়া যেতে পারে। এতে পেটের সমস্যা দূর হয়।

আরও পড়ুন– উত্তরোত্তর বাড়ছে ‘আই ফ্লু’-র সংক্রমণ; কী কী সতর্কতা অবলম্বন করা আবশ্যক?

মানসিক চাপ দূর করে:

মানসিক চাপ উপশম করতেও সহায়ক ডেউয়া ফল। এতে উপস্থিত পুষ্টি উপাদান রক্ত ​​সঞ্চালনের ভারসাম্য বজায় রাখে এবং মনকে চাপমুক্ত করে।

রক্তের মাত্রায় উন্নতি:

বহু মানুষ রক্তাল্পতা বা অ্যানিমিয়ায় ভোগে। আর সেই সমস্যা দূর করতে ডেউয়া ফল সেবন করা যেতে পারে। আসলে এর মধ্যে উপস্থিত আয়রন এবং অন্যান্য পুষ্টি উপাদান রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। এছাড়া এই ফলের পুষ্টি উপাদান রক্ত ​​পরিশোধনেও সহায়ক।

ঘন রেশমী চুলের জন্য:

ডেউয়া ফল কিন্তু চুলের জন্যও উপকারী। আসলে এই ফল ভিটামিন এ এবং সি সমৃদ্ধ। আর আমরা সকলেই জানি যে, এই ভিটামিন চুলের জন্য টনিক হিসেবে কাজ করে। নিয়মিত ডেউয়া খেলে চুল শক্ত এবং ঘন হয়।

প্রখর দৃষ্টিশক্তির জন্য:

ডেউয়া ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকায় চোখের জ্যোতি প্রখর হয়। রাতকানা রোগের আশঙ্কা প্রতিরোধ করতেও সহায়ক উপকারী এই ফল।

Published by:Siddhartha Sarkar

First published:

Tags: Fruit, Healthy Food



Source link

সর্বশেষ - খেলাধুলা