মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলে ‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ স্লোগানে ২২তম জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে। রোববার (২২ অক্টোবর) টাঙ্গাইল জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল শিশু একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। র্যালিতে জেলা প্রশাসন, বিআরটিএ, জেলা নিরাপদ সড়ক চাই সংগঠনের সদস্য ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংষগ্রহন করে। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ) নার্গিস আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি ও টাঙ্গাইল বাস কোচ মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, টাঙ্গাইল জেলা বাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক শফিউল আলম তুষার, টাঙ্গাইল বিআরটিএ’র সহকারী কর্মকর্তা শেখ মাহতাব উদ্দিন আহমেদ প্রমুখ।
সভা পরিচালনা করেন, বিআরটিএ’র সহকারী রাজস্ব কর্মকর্তা মো. রেজাউল করিম।