মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড মসজিদ প্রাঙ্গনে দরিদ্র ও ক্ষুধার্ত মানুষের জন্য ব্যতিক্রমী এক আয়োজন এসো খাই, মেহমানখানা। প্রবাসী করিম মোহাম্মদ বিপ্লব এর অর্থায়নে “করিম ফাউন্ডেশন” মেহমান খানার উদ্যোগে প্রতি মাসের ২য় ও ৪র্থ শুক্রবার বিভিন্ন মসজিদে গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এরই ধারাবাহিকতায় ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) জুম্মার নামাজের পর টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে প্রায় ২ শতাধিক ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। ওই প্রবাসীর পক্ষে খাবার বিতরণ করেন মোঃ মতিয়ার রহমান মতিন, সৈয়দ মাহমুদ সালেহ শাহী, টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা মোঃ নুর উদ্দিন জামালী’ সহ অন্যান্য মুসল্লিরা। এই মহৎ কাজের আয়োজকগণ বলেন, মানুষের কল্যানেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছি। মসজিদ প্রাঙ্গণে ক্ষুধার্ত ও দরিদ্র অসহায় কিছু মানুষকে এক বেলা হলেও খাবারের ব্যবস্থা করতে পেরে আমরা খুবই আনন্দিত। সত্যি এ এক অন্য রকম অনুভুতি যা কোটি টাকা খরচ করেও হয়তো পাওয়া যাবে না। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্। আমাদের প্রবাসী বন্ধু করিম মোহাম্মদ বিপ্লবের আর্থিক সহযোগিতায় গরীব অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এটা আমাদের নৈতিক দায়িত্ব। দেশ ও সমাজকে এগিয়ে নিতে হলে আমাদের সকলের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাই জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল দরিদ্র মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে। তাহলে সমাজ হবে উন্নত, দেশ হবে সমৃদ্ধ। ক্ষুদ্র প্রচেষ্টায় এ আয়োজন সংগঠনের সকল সদস্যদের অনুপ্রাণিত করেছে। প্রবাসী করিম মোহাম্মদ বিপ্লব এর নামে “করিম ফাউন্ডেশন” মেহমান খানার উদ্যোগে প্রতি মাসের ২য় ও ৪র্থ শুক্রবার বিভিন্ন মসজিদে গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।