মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে ২৩ বছরে পদার্পন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ। যুগান্তরের স্টাফ রিপোর্টার জাফর আহমেদের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল ক্লাবের সহ-সভাপতি হারুন অর রশিদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ রাশেদ খান মেনন (রাসেল)’ সহ অন্যান্য সুধীজন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের দপ্তর ও পাঠাগার সম্পাদক অরণ্য ইমতিয়াজ। অনুষ্ঠানের শুরুতে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে নবাগত সংসদ সদস্য খান আহমেদ শুভকে ফুলেল শুভেচ্ছা জানান যুগান্তর স্বজন সমাবেশ জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ন রশিদ আকন্দ সোনা। পরে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুগান্তরের নিজস্ব প্রতিবেদক জাফর আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান।
আলোচনা সভায় বক্তারা বলেন ২৩ বছরে পদার্পনে যুগান্তরের এখন ভরা যৌবন। এই সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ধারাবাহিকতা যুগান্তর যুগ যুগ ধরে রাখবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে যুগান্তর সুখী সমৃদ্ধি সোনার বাংলাদেশ বির্নিমানে ভূমিকা রাখবে।