স্টাফ করেসপন্ডেন্ট
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরী থেকে মৃত অবস্থায় দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপরিণত অবস্থায় গর্ভপাতের কারণে ওই নবজাতকগুলোর মৃত্যু হতে পারে বলে পুলিশের ধারণা ।
মঙ্গলবার ( ১৪ মে) সন্ধ্যায় নগরীর খুলশী থানার পূর্ব নাসিরাবাদের আপন নিবাসের গেটের সামনের ডাস্টবিন থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকগুলোর মরদেহ উদ্ধার করা হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নেয়ামত উল্লাহ সারাবাংলাকে বলেন, ‘নাসিরাবাদ এলাকার একটি ডাস্টবিনে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় নবজাতক দুইটির মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ সেগুলো উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কে বা কারা এগুলো ফেলে গেছে এখনও জানা যায়নি।’
‘অপরিণত অবস্থায় গর্ভপাতের কারণে নবজাতকগুলো মৃত প্রসব হয়েছে বলে আমরা ধারণা করছি। নবজাতক দুটি অপরিণত অবস্থায় থাকায় লিঙ্গ নির্ধারণ সম্ভব হয়নি। হাসপাতালে পরীক্ষা নিরিক্ষা শেষে সেগুলোর বয়স নিশ্চিত করে বলা যাবে’ বলেন খুলশী থানার ওসি।
সারাবাংলা/আইসি/একে