সকালে ঢাকা-আরিচা মহাসড়কে পণ্যবাহী যানবাহনের পাশাপাশি সীমিতসংখ্যক ছোট ছোট যানবাহন দেখা গেছে। তবে পুলিশের চোখ ফাঁকি দিতে তল্লাশিচৌকির আগেই এসব যানবাহনের চালকেরা যাত্রীদের নামিয়ে দেন। তল্লাশিচৌকির কাছ দিয়ে চলাচলের সময় যাত্রীবহনকারী যানবাহনগুলোকে আটকে দেওয়া হচ্ছে। এসব যানবাহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হচ্ছে।
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে সকাল ১০টার দিকে শরীফুল ইসলাম বলেন, ‘আজকে সন্ধ্যা থেকে কারখানায় ডিউটি করতে হবে। না যেতে পারলে চাকরি না–ও থাকতে পারে। যত কষ্টই হোক কাজে ফিরতে হবে।’