মোঃ আল-আমিন,
জেলা প্রতিনিধি, শরীয়তপুর:
জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ ও তার স্ত্রী জোবায়দা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার আদালতের দেওয়া এই রায়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফরমায়েশী রায় উল্লেখ করে বিক্ষোভ মিছিল করেছে শরীয়তপুর জেলা যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবকদল।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা যুবদলের সভাপতি আরিফ মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ। তিনি বলেন, দেশের সাধারণ মানুষ জানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে ফরমায়েশী রায় হয়েছে। এই রায় বিএনপিসহ দেশের সাধারণ মানুষ মানে না। আমরা বলতে চাই শেখ হাসিনা সরকারের ফরমায়েশী যে রায় কোর্ট দিয়েছে, তা প্রত্যাহার করতে হবে। যদি প্রতিহিংসামূলক এই রায় প্রত্যাহার করা না হয়, তাহলে দেশের জনগণ তীব্র আন্দোলন গড়ে তুলে শেখ হাসিনা সরকারকে দেখিয়ে দিবে কীভাবে তারেক রহমানসহ অন্যান্য নেতাদের মুক্ত করতে হয়। দেশে যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদলসহ বিএনপির সকল নেতাকর্মী প্রস্তুত হয়ে আছে, কেন্দ্র থেকে নির্দেশনা আসা মাত্রই আমরা দুর্বার গণআন্দোলন গড়ে তুলে শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করতে বাধ্য করে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব।
বৃহস্পতিবার (০২ আগস্ট) দুপুর ২ টা ৩০ মিনিটে জেলা শহরের ধানুকা কলনীর মাঠ এলাকায় বিএনপির সহযোগী সংগঠন সমূহ বিক্ষোভ মিছিল করে সংক্ষিপ্ত সমাবেশ করেছে।
বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আতিকুর রহমান মোল্লা, আলী মোল্লা, জেলা ছাত্রদল নেতা আসলাম সরদার, ইসাহাক সরদার, জোনায়েদ ঢালীসহ অন্যান্যরা।