সোমবার , ২৪ জানুয়ারি ২০২২ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ক্যারিয়ার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তরুণ উদ্যোক্তা
  8. ধর্ম
  9. নারী ও শিশু
  10. প্রবাস সংবাদ
  11. প্রযুক্তি
  12. প্রেস বিজ্ঞপ্তি
  13. বহি বিশ্ব
  14. বাংলাদেশ
  15. বিনোদন

‘তুরস্কের মুদ্রাস্ফীতি মাস শেষে ৪০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে’

প্রতিবেদক
bdnewstimes
জানুয়ারি ২৪, ২০২২ ২:৪৬ পূর্বাহ্ণ


আন্তর্জাতিক ডেস্ক

চলতি জানুয়ারি মাস শেষে তুরস্কে মুদ্রাস্ফীতি ৪০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী নুরেদ্দিন নেবাতি। তবে চলতি বছরে মুদ্রাস্ফীতির হার ৫০ শতাংশ স্পর্শ করবে না বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

শনিবার (২২ জানুয়ারি) তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ৬০ জন অর্থনীতিবিদদের সঙ্গে এক আলোচনায় অংশ নেন তুর্কি অর্থমন্ত্রী। এসময় দেশটির অর্থনীতির সার্বিক অবস্থা তুলে ধরেন তিনি। ওই আলোচনায় অংশ নেওয়া কয়েকজন অর্থনীতিবিদের বরাত দিয়ে এখবর প্রকাশ করেছে ব্লুমবার্গসহ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে বৈঠকটি রুদ্ধদ্বার হওয়ায় সাংবাদিকরা সরাসরি অংশ নিয়ে সংবাদ সংগ্রহ করতে পারেননি।

জানা গেছে, ওই আলোচনায় তুরস্কের অর্থমন্ত্রী জানিয়েছেন, চলতি বছরে মুদ্রাস্ফীতি হয়তো ৩০ শতাংশের নিচে নামবে না। বৈঠকটির ব্যাপারে ব্লুমবার্গ তুর্কি অর্থমন্ত্রীর মত জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।

আরও পড়ুন- এরদোগানের অর্থনীতিতে ডুবছে তুরস্ক

উল্লেখ্য যে, ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত এক বছরে দেশটিতে মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৩৬.০৮ শতাংশ। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের ১৯ বছরের শাসনামলে মুদ্রাস্ফীতির এ হার সর্বোচ্চ। এছাড়া গত এক বছরে মার্কিন ডলারের বিপরীতে তুরস্কের মুদ্রা লিরার মান কমেছে ৪৪ শতাংশ।

জানুয়ারিতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ২০২২ সালে সার্বিক মুদ্রাস্ফীতির গড় ২১ দশমিক ৩৯ থাকতে পারে বলে পূর্বাভাস দিলেও পরে তা আরও বাড়িয়ে ২৫ দশমিক ৩৭ করা হয়। এবার তুর্কি অর্থমন্ত্রী বললেন, এ সংখ্যা ৩০ এর নিচে নামবে না।

তুরস্কে নতুন অর্থমন্ত্রী হিসেবে গত ২ ডিসেম্বর দায়িত্ব পান নুরেদ্দিন নেবাতি। তিনি এর আগে অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন।

আরও পড়ুন

সারাবাংলা/আইই





Source link

সর্বশেষ - খেলাধুলা