মৃত্যুপুর ,
দর্পচুর ।
কর্মফল ,
বর্ম-বল ।
পূণ্য- আলো ,
পাপ -কালো ।
ফল পাবে ,
সব ভালোর ।
পথ পাবে,
নূর-আলোর ।
পথ হারা
সব পাপীর,
পথ হবে
সব কালোর ।
নিকেশ ক্ষণে
দেখবে তায়,
কাজ যত
করেছ হায় !
অনুকাজেরও
ফল পাবে !
আশা করার
বল পাবে?
মৃত্যুপুর ,
দর্পচুর ।
কর্মফল ,
বর্ম-বল ।
পূণ্য- আলো ,
পাপ -কালো ।
ফল পাবে ,
সব ভালোর ।
পথ পাবে,
নূর-আলোর ।
পথ হারা
সব পাপীর,
পথ হবে
সব কালোর ।
নিকেশ ক্ষণে
দেখবে তায়,
কাজ যত
করেছ হায় !
অনুকাজেরও
ফল পাবে !
আশা করার
বল পাবে?